ভ্যাকসিন সংকটে জম্মু-কাশ্মীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোভিড সংক্রমণের পাশাপাশি দেশে দেখা দিচ্ছে ভ্যাকসিনের সংকট৷ ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে জম্মু-কাশ্মীরে। তাই ভ্যাকসিনের প্রক্রিয়া গতি কমাতে চাইছে জম্মু-কাশ্মীর সরকার।
জম্মু-কাশ্মীরের রাজধানীতে শুধুমাত্র দুটি ভ্যাকসিন সেন্টারে চলছে টিকা প্রদানের কাজ। সূত্রের খবর, ভ্যাকসিনের ঘাটতির কারণেই গত এক সপ্তাহ ধরেই কমিয়ে দেওয়া হয়েছে টিকাকরণের প্রক্রিয়া৷
৭ মে জম্মু-কাশ্মীরের ৫৬৭১৪ জন টিকা নেন। ৮ তারিখ সেই সংখ্যা দাঁড়ায় ৪০২২৩ এ। ১০ তারিখে ২৮৫৯৫ জন এবং ১১ তারিখে ২৬২২১ জন টিকা নেন। ১২ তারিখ ১০৫২৪ জন টিকা নেন। ১৩ এবং ১৪ তারিখ সংখ্যাটি ১৫ হাজার পার করে৷
সূত্রের খবর, ভ্যাকসিনের ঘাটতির কারণে শ্রীনগরের অধিকাংশ ভ্যাকসিন সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। এখন দুটি সেন্টার চালু রয়েছে। এসএমএইচএসে শুধুমাত্র ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। বিএইচ শ্রীনগরে ৪৫ বছরের উর্ধ্বে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
তবে জম্মু জেলায় টিকাকরণের কাজ সঠিকভাবে চলছে বলে জানা গিয়েছে। ৬,১৯৭ জন একদিনে ভ্যাকসিন নিয়েছেন বলে জানা গিয়েছে। মোট ৫ লক্ষ ৬৪ হাজারের অধিক লোক ভ্যাকসিন নিয়েছেন বলে খবর।
জম্মু-কাশ্মীরের জম্মুতে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এমত অবস্থায় ভ্যাকসিন নিতে চাইছেন অনেকেই। কিন্তু সরকারের তরফে ভ্যাকসিন সেন্টার বাড়ানো তো দুরের কথা তা কমিয়ে দেওয়া হয়েছে। এই সমস্যা কবে দূর হবেবতা প্রশ্ন তুলতে শুরু করেছে উপত্যকার আম জনতা।