আজই কলকাতায় ভ্যাক্সিন, সবথেকে কমদামে ভারতে টিকা- বার্তা প্রধানমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভারতবর্ষে আগামী ১৬ জানুয়ারি থেকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে। করোনার টিকা হবে দেশের মানুষের জন্য সব থেকে সস্তার। শুধু তাই নয়, জরুরি পরিষেবা সঙ্গে যুক্ত থাকা মানুষরা বিনামূল্যে করোনার টিকা পাবেন।

অপেক্ষার অবসান ঘটিয়ে আজই রাজ্যে আসছে করোনার প্রথম দফার ৬.৮৯ লক্ষ ভ্যাকসিনের ডোজ। সূত্রের খবর, মঙ্গলবার দুপুর দুটো থেকে আড়াইটা নাগাদ কলকাতায় এসে পৌছবে ভ্যাকসিন। ইতিমধ্যেই ভ্যাকসিন কিভাবে বন্টন করা হবে তা নিয়ে জোরালো বৈঠক শুরু হয়ে গিয়েছে স্বাস্থ্য ভবনের আধিকারিকদের মধ্যে।

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, বিমানবন্দর থেকে কার্গো সেকশন দিয়ে দুটি গাড়িতে ভ্যাকসিন নিয়ে যাওয়া হবে বাগবাজার। সেখান থেকে বন্টন করা হবে ভ্যাকসিন। গোটা রাস্তাটিতে ভ্যাকসিনের গাড়ি এসকর্ট করে থাকবে পুলিশ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন সোমবার। সেখানেই তিনি এই কথা জানিয়েছেন। করোনা ভাইরাসের টিকা কি করে পৌঁছে দেওয়া হবে? সেই সম্পর্কে আলোচনা করা হয়। সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাদের মতামত রেখেছেন।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/shishir-adhikari-was-removed-from-the-post-of-chairman-of-digha-shankarpur-development-board/

করোনার টিকা চলতি বছর প্রথম পর্যায়ে ৩০ কোটি মানুষের কাছে পৌছাবে। কেন্দ্রীয় সরকার একথা ঘোষণা করেছে। প্রাথমিকভাবে তিন কোটি মানুষকে প্রথমে করোনা ভাইরাসের টিকা দেওয়া হচ্ছে।

প্রথম পর্যায়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাফাই কর্মীদের করোনা ভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। সরকার তাদের থেকে কোনও অর্থ নেবে না। এই কথা প্রধানমন্ত্রী জানিয়েছেন।

দেশের মানুষ করোনা ভাইরাসের টিকা সবচেয়ে কম টাকায় পাবেন। একথা বলেছেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীদের। টিকার দাম ২০০ টাকা করা হয়েছে বলে অন্দরের খবর।

দ্বিতীয় পর্যায়ে পুলিশ, সেনাবাহিনীর জওয়ানরা করোনা ভাইরাসের টিকা পাবেন। এরপর বয়স্ক ব্যক্তিরা টিকা পাবেন। ব্লাড সুগার, ডায়াবেটিস ও অন্যান্য কোমর্বিডিটি থাকা সাধারণ মানুষরাও পাবেন করোনার টিকা। প্রস্তুতি এখন তুঙ্গে।

মঙ্গলবার সকালে পুনের শ্রীরাম ইনস্টিটিউট থেকে করোনার টিকা ভর্তি তিনটি ট্রাক বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন গন্তব্যের উদ্দেশে। দিল্লি, চেন্নাই, কলকাতা, গুয়াহাটি, শিলং, আমেদাবাদ , হায়দ্রাবাদ ,ভুবনেশ্বর, পাটনা, ব্যাঙ্গালোর, চন্ডিগড় পৌঁছে যাবে টিকা। রাজ্যগুলিকে কোভিশিল্ড সংরক্ষণের জন্য বিশেষ পরিকাঠামোর কথা জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট