ধুুপগুড়িতে শুরু দুয়ারে ভ্যাকসিন, সরকারের দরাজ প্রশংসায় আমজনতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  আগামী মাস থেকেই গোটা রাজ্য জুড়ে বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক ব্যক্তিদের করোনার টিকা দেওয়ার কাজ শুরু হচ্ছে। বয়স জনিত সমস্যা সহ বিভিন্ন কারণে যে সমস্ত ব্যক্তিরা টিকাকেন্দ্রে গিয়ে করোনার টিকা নিতে পারছেন না মূলত তাদের জন্যই এই নতুন ব্যবস্থা চালু হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

এখনো পর্যন্ত করোনা টিকা পাননি রাজ্যের প্রতিটি ব্লক স্তরে এরকম ব্যক্তিদের তালিকা প্রস্তুত করতে সংশ্লিষ্ট বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছিল।সেই কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন পুরো স্বাস্থ্যকর্মীরা প্রতিটি ওয়ার্ডে টিকা পাননি এরকম বয়স্ক ব্যক্তিদের বাড়ি গুলি কে চিহ্নিত করছেন।

চলতি মাসেই ওই কাজ শেষ করার পর আগামী মাস থেকে বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার কাজ শুরু হবে। ইতিমধ্যেই এখনো পর্যন্ত করোনা টিকা পাননি এরকম এক লক্ষ বয়স্ক ব্যক্তি কে চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের কাজ চালানোর জন্য পাঁচ হাজার বাস চিহ্নিত করা হবে।

স্বাস্থ্যকর্মীরা ওই সমস্ত বাসে করে টিকা প্রাপকদের বাড়ি বাড়ি গিয়ে করোনা টিকা দেবেন। যতদিন পর্যন্ত না রাজ্যের সমস্ত ষাটোর্ধ্ব নাগরিক করোনা টিকা পাচ্ছেন ততদিন পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য এখনো পর্যন্ত রাজ্যে প্রায় দুই কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে।

উল্লেখ্য দুয়ার সরকার প্রকল্প ভোটের আগে হিট করে যাওয়ায় এবার সেই ধাঁচেই দুয়ারে ভ্যাকসিনের চিন্তা করে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল যে সমস্ত সাধারণ মানুষ ৬০ বছরের উর্দ্ধে তাদেরকে দুয়ারে ভ্যাকসিন প্রদান করা হবে। অনেকেই বয়সজনিত কারনে অসুস্থ। সেই সমস্ত সাধারণ মানুষ ভ্যাকসিন নিতে ইচ্ছুক, কিন্তু শারীরিক সমস্যার কারনে হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিতে পারছে না। তাদের অসুবিধার কথা ভেবে রাজ্যে সরকারের নতুন উদ্যোগ দুয়ারে ভ্যাকসিন।

স্বাধীন ভাবে সবার বাঁচার অধিকার রয়েছে, সন্ত্রাসের কারণে কারও নিজের ঘরে ঢুকতে না পারার ঘটনা কাম্য নয়- রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

শুক্রবার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ধূপগুড়ি পুরসভার ব্যবস্থাপনায় শুরু হল দুয়ারে ভ্যাকসিন প্রদান কর্মসূচী।এদিন পুরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বৈরাতিগুড়ি জুনিয়র হাইস্কুলে ক্যাম্প করে দুয়ারে ভ্যাকসিনের কাজ শুরু হয়। মূলত ৬০ বছর ও ৮০ বছরের উর্ধে বৃদ্ধ-বৃদ্ধাদের টিকা দেওয়া হচ্ছে।

প্রত্যেক ওয়ার্ড ধরে ধরে বাসিন্দাদের সুবিধার্থে বাড়ির পাশের স্কুলে এই টিকা দেওয়ার শিবির করা হচ্ছে। টিকা দেওয়ার শিবিরে থাকবেন চিকিৎসক,নার্স, এছাড়া পুরসভার কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা,ব্লক স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সুরজিত ঘোষ,পুরসভার চেয়ারম্যান ভারতী বর্মন,ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং।

পুরসভার তরফে জানানো হয়েছে, দুই নম্বর ওয়ার্ড থেকে এই দুয়ারে টিকা দেওয়ার কর্মসূচি শুরু হল ধাপে ধাপে সব ওয়ার্ডে এক কর্মসূচি চলবে। প্রত্যেক মানুষকে মহামারী করোনা থেকে মুক্তি দিতে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

সম্পর্কিত পোস্ট