শাহী মঞ্চে বিজেপিতে যোগ বৈশালী ডালমিয়ার, সত্যতা স্বীকার বালির বিধায়কের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীর্ঘদিন ধরে বেসুরো থাকার পর ২২ জানুয়ারি দলবিরোধী মন্তব্যের কারণে তৃণমূল থেকে বহিষ্কৃত হন হাওড়ার বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। তখন থেকেই তাঁর বিজেপি যোগের জল্পনা আরও প্রবল হয়ে ওঠে।

২৯ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের আগেই স্পষ্ট করলেন গেরুয়া শিবিরে যোগদান করছেন তিনি।
এবিষয়ে বালির বিধায়ক বৈশালী ডালমিয়ার সঙ্গে কথা বলে দ্য কোয়ারি। সেখানেই এই খবর নিশ্চিত করেছেন তিনি।

কিছুদিন আগেই মন্ত্রীপদ সহ দলের একাধিক পদ থেকে ইস্তফা দেন লক্ষীরতন শুক্লা। তখনই বলেন দলের ভিতর বেশ কিছু ‘উইপোকা’ রয়েছেন, যারা দলের ক্ষতি করছে। এমনকি তিনি বলেন, রাজ্যের মধ্যে দুটি মুখ্যমন্ত্রী রয়েছে। একজন রাজ্যের একজন জেলার।

কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশে উত্তাল বিধানসভা

একাধিকবার তৃণমূলের বিদায়ী কাউন্সিলরদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। যদিও স্পষ্ট করে কোনও নাম ঘোষণা করেননি তিনি। কিন্তু জেলা সভাপতি এবং বিদায়ী কাউন্সিলরদের জন্য দলের হয়ে কাজ করা অসুবিধা হচ্ছিল সেই অভিযোগ তুলেছেন তিনি।

এমনকি কিছুদিন আগে দ্য কোয়ারিকে তিনি বলেন, দলের তরফে কোনও কিছু জানানো হয়নি। সরাসরি বহিষ্কার করা হয় তাঁকে। যদিও এই ঘটনা তাঁর কাছে অনভিপ্রেত নয়।

তবে নির্দল হয়ে নয়, বরং বিজেপিতে যোগ দিয়ে আগামী দিনে বালি থেকেই নির্বাচনে অংশ্রগ্রহণ করে সাধারণ মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন বিধায়ক বৈশালী ডালমিয়া।

উল্লেখ্য, আগে থেকেই স্থির ছিল অমিত শাহের ডমুরজলা ময়দানের জনসভায় বিপুল সংখ্যক অন্যান্য দল থেকে আসা বিধায়করা বিজেপিতে যোগদান করবেন। সেই তালিকায় ছিল বৈশালী ডালমিয়া। বৃহস্পতিবার সেই খবর নিজেই নিশ্চিত করলেন তিনি।

সম্পর্কিত পোস্ট