শুভেন্দু অধিকারীর অফিসে ভাঙচুর , নন্দীগ্রামে উত্তেজনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নন্দীগ্রামে ফের উত্তেজনা । শুভেন্দু অধিকারী অফিসে ভাঙচুর। অভিযোগ তৃণমূলের দিকে। বাইক-আসবাবপত্র সহ ভাঙচুর করা হয়েছে একাধিক জিনিসপত্র। অফিস থেকে ছুটে পালিয়ে কোন রকমে প্রাণে বাঁচেন অফিস কর্মীরা।

শুক্রবার নন্দীগ্রামে বিজেপির সভার জন্য তৃণমূলের লাগানো ব্যানার ফেসটুন ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। আজ বিকেলে নন্দীগ্রাম বাজার থেকে টেঙ্গুয়া পর্যন্ত তৃণমূলের মিছিল হয়।

শুক্রবারে নন্দীগ্রামে বিভিন্ন জায়গায় মমতার ফ্লেক্স-ব্যানার ছিঁড়ে ফেলার প্রতিবাদ জানিয়ে এবং ১৮ জানুয়ারি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার সমর্থনে মিছিল করে তৃণমূল।

সেই মিছিল চলা কালিন শুভেন্দু সহায়তা কার্যালয় থেকে মিছিলে ইঁট পাটকেল ছুঁড়তে থাকে বলে অভিযোগ করেন তৃণমূল কর্মীরা। সেই সময় উত্তেজিত জনতা ওই অফিসের দিকে তেড়ে গেলে ওই অফিসের কর্মীরা পালিয়ে যায়।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/bjps-mohammad-selim-is-using-the-tmc-as-a-platform-in-the-state-mohammad-selim/

নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের দাবি ওই ভাংচুর এর ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। ওটা বিজেপির গোষ্ঠী কোন্দল। পুরনো বিজেপি বনাম নতুন বিজেপির লড়াই।

সম্পর্কিত পোস্ট