ভিনদেশ থেকে ভারতীয়দের ফেরাতে আজ থেকে শুরু ‘বন্দে ভারত’ অভিযান

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে সরকার আজ থেকে সবচেয়ে বড় উদ্ধার অভিযান-‘বন্দে ভারত’ শুরু করছে।

১৩’ই মে’ পর্যন্ত ৬৪’টি উড়ানে বিভিন্ন দেশ থেকে প্রায় ১৪ হাজার ৮০০ ভারতীয়কে ফিরিয়ে আনা হবে। এই অভিযানের জন্য প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে বিদেশমন্ত্রী এস.জয়শঙ্কর জানিয়েছেন।

 

৬৪ টি উড়ানের মধ্যে ১০টি সংযুক্ত আরব আমিরশাহী, ২’টি কাতার, ৫’টি সৌদি আরব, ৭’টি ব্রিটেন, ৫’টি সিঙ্গাপুর, ৭’টি মার্কিন যুক্তরাষ্ট্র, ৫’টি ফিলিপিন্স থেকে নাগরিকদের ফিরিয়ে আনতে কাজে লাগানো হবে।

ভোপাল ঘটনার পুনরাবৃত্তি, বিশাখাপত্তনমে গ্যাস লিক দুর্ঘটনায় মৃত ৮

এছাড়াও, বাংলাদেশ, বাহরিন, মালয়েশিয়া, কুয়েত এবং ওমানে এই ধরনের উড়ান চালানো হবে।

পাশাপাশি মালদ্বীপ এবং UAE-তে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে নৌবাহিনী ‘অপারেশন সমুদ্র সেতু’ শুরু করছে। INS-জলস্ব এবং INS-মগর নামে দু’টি জাহাজ, মালদ্বীপ থেকে ও INS-শার্দুল, দুবাই-এ আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাবে।

 

দেশে ফিরে আসার যাবতীয় ব্যয় যাত্রীদের বহন করতে হবে। উপযুক্ত শারীরিক পরীক্ষার পরই তাদের উড়ান বা জাহাজে চড়তে দেওয়া হবে। এইসব নাগরিকরা যে রাজ্যগুলিতে যাবেন, সেখানে উপযুক্ত টেস্টিং ও কোয়ারান্টাইন ব্যবস্থা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

সম্পর্কিত পোস্ট