স্মার্ট ঝুমকোয় মুশকিল আসান,এবার দুটো সুইচেই কুপোকাত
গবেষকের দাবি, মাত্র ৪৫ গ্রাম ওজনের ঝুমকো সাধারণ কানের দুলের মতোই দেখতে । তবে এটি নিছক গয়না নয় ।
দ্য কোয়ারি ডেস্ক- কানের দুল ছাড়া মহিলাদের সাজগোজ এক রকম অপূর্ণই থেকে যায় ।
স্কুল,কলেজ, অফিস হোক বা অনুষ্ঠানবাড়ি কানে একটা দুল তো মাস্ট ।
বিশেষ করে সাজগোজ নিয়ে যাঁরা সচেতন, তাঁরা পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে কানের দুল বাছেন ।
স্মার্ট ঝুমকোয় মুশকিল আসান
ভাবুন তো একবার এই কানের দুল যদি আপনাকে শ্লীলতাহানির হাত থেকে রক্ষা করে, তবে কেমন হয়? অবাক লাগছে নিশ্চয়ই ।
নাহ কোনো আকাশ-কুসুম গল্প নয় ।বিজ্ঞানের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাড়ি থেকে গাড়ি সবই যখন স্মার্ট হচ্ছে তখন কানের দুল কেন নয়?
গবেষকের নতুন আবিষ্কারে কানের দুলই হতে পারে নির্জন এলাকায় আপনার সম্ভ্রম রক্ষার হাতিয়ার।
আইন কিংবা পুলিশি নিরাপত্তা, কোনওভাবেই রোখা যাচ্ছে না ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনা । বারবার শিরোনামে চলে আসছে পাশবিক অপরাধের খবর ।
আরও পড়ুন : 5G ফোন নিয়ে ভারতের বাজারে প্রবেশ করল iQoo
তাই বলে আজকের যুগেও ধর্ষণের ভয়ে নিজেদের বাড়ির অন্ধকারে লুকিয়ে রাখবেন মহিলারা ? তা তো হতে পারে না।
তাই ধর্ষণ কিংবা শ্লীলতাহানির হাত থেকে রক্ষা পেতে বারাণসীর অশোক ইনস্টিটিউটের রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট বিভাগের গবেষক শ্যাম চৌরাসিয়া বিশেষ ধরনের কানের দুল আবিষ্কার করলেন ।
মহিলাদের বিপদের হাত থেকে রক্ষা করতে প্রায় চার মাসের অক্লান্ত পরিশ্রমে বিশেষ ধরনের ঝুমকো বানিয়েছেন তিনি।
স্মার্ট ঝুমকোয় মুশকিল আসান হবে কি ভাবে
গবেষকের দাবি, মাত্র ৪৫ গ্রাম ওজনের ঝুমকো সাধারণ কানের দুলের মতোই দেখতে । তবে এটি নিছক গয়না নয় ।
কারণ, বিশেষ ধরনের কানের দুল দিয়ে বিপদ বুঝলে গুলির আকারে বেরোবে লঙ্কাগুঁড়ো । লাল এবং সবুজ রঙের লঙ্কাগুঁড়োর গুলি অনায়াসেই ঘায়েল করবে বিকৃতকামীকে।
বিশেষ ভাবে নির্মিত কানের দুলে রয়েছে ৭০ ভোল্টের তিনটি ব্যাটারি । এক ঘণ্টা চার্জ দিলেই প্রায় সাত দিন ধরে স্মার্ট ঝুমকো ব্যবহার করা যাবে ।
মোবাইলের ব্লুটুথের সঙ্গে যোগাযোগ থাকলেই কেল্লাফতে ! কানের দুলের মাধ্যমে ১০০ এবং ১১২’র মতো জরুরি পরিষেবার ফোন নম্বরও ডায়াল করা যাবে ।
আরও পড়ুন : জেটম্যানে চড়ে ভিন্সের নয়া মাইলস্টোন
স্মার্ট ঝুমকোয় দু’টি সুইচ রয়েছে । প্রথম সুইচটি টিপলে বেরোবে গুলি এবং দ্বিতীয় সুইচ টিপে করা যাবে ফোন ।
গবেষক জানান, দুল তৈরি করতে খরচ পড়েছে মাত্র সাড়ে চারশো টাকা।
এবার আর দেরি কিসের, বাজারে আসামাত্রই কিনে ফেলুন স্মার্ট ঝুমকো ।
যাতে স্টাইল এর পাশাপাশি বজায় থাকবে আপনার সম্মানও ।