Variant of Corona : এবার দিল্লি , করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের খোঁজ – করোনার চতুর্থ ঢেউ কি আসন্ন ?

করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের খোঁজ

The Quiry : Variant of Corona  এবার গোয়া, কর্নাটক, কেরলের পর দিল্লিতে। করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের খোঁজ। সংক্রমণ ছড়ানোর তিন বছর পরও বিদায় নিচ্ছে না করোনা , বরং প্রতি বছরই নিত্য নতুন ভ্যারিয়েন্ট নিয়ে হাজির হচ্ছে। বছর শেষে উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১।

মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে ৪০ জন আক্রান্তের নমুনায় জেএন.১ ভ্য়ারিয়েন্টের হদিস মিলেছে। এই নিয়ে দেশে করোনার এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ১০৯। বুধবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানান , দিল্লিতে জেএন.১ সাব ভ্যারিয়েণ্টে প্রথম আক্রান্তের খোঁজ মিলেছে। দিল্লির স্বাস্থ্য দফতর সূত্রে খবর , গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন আক্রান্তের খোঁজ মিলেছে। এই নিয়ে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫-এ। কো-মর্ডিবিটি ছিল এমন এক করোনা আক্রান্তের মৃত্যু হয় বুধবার।

Variant of Corona : এবার দিল্লি , করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের খোঁজ – করোনার চতুর্থ ঢেউ কি আসন্ন ?

আরও খবর- মানুষের মৃত্যু কবে ? জ্যোতিষীরা না পারলেও নিখুঁত ভবিষ্যৎ বাণী করছে AI! চমকাবেন আপনিও

তবে ঐ ব্যক্তি দিল্লির বাসিন্দা নন বলেই জানা গিয়েছে। তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। এই নিয়ে দেশে জেএন.১ ভ্যারিয়েণ্টে আক্রান্তের সংখ্যা ১০০ পার করল। প্রসঙ্গত , কেন্দ্রের নির্দেশ মেনে সম্প্রতি একাধিক করোনা আক্রান্তের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। সেখান থেকেই একজনের নমুনায় জেএন.১ ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে।

সম্পর্কিত পোস্ট