আচমকা ইস্তফা রুপানির, গুজরাটের মুখ্যমন্ত্রী পদে এগিয়ে নীতিন প্যাটেল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পূর্ব কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বিজয় রুপানি। ইস্তফা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে নিজের ইস্তফার ব্যাখ্যা দেন। যদিও তা এখনো স্পষ্ট নয় রাজনৈতিক মহলের কাছে।
এদিন রুপানি ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, তাকে মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মানুষকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য।
শনিবার দুপুরে আচমকাই রাজভবনে হাজির হয়েছিলেন রুপানি। মনে করা হচ্ছিল প্রথমে রাজ্যের কোন সাংবিধানিক ইস্যুতেই রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন তিনি । হঠাৎ এই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ পর্ব সেরে এসে তিনি জানান, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ।
শনিবার দুপুরে আচমকাই গোটা দেশের নজর এক লহমায় আটকে গিয়েছিল গুজরাটের কুরসীতে। পরবর্তী মুখ্যমন্ত্রী কে? কেনই বা পদ থেকে ইস্তফা দিলেন তা নিয়ে একগুচ্ছ প্রশ্ন উঠে আসছিল রাজনৈতিক মহলে।
লঙ্ঘিত হয়েছে বিধানসভার আইন, CBI-ED কে তলব অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের
যদিও রুপানি জানান ,গুজরাটের উন্নয়ন যাত্রা এবার নতুন কোন নেতৃত্বের হাতে আসা উচিত। নতুন প্রাণশক্তি সঞ্চার হবে। সেই সঙ্গে থাকবে উৎসাহ। একইসঙ্গে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাঁর নেতৃত্বেই গুজরাট উন্নয়নে নতুন উচ্চতা স্পর্শ করেছে।
কেন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন রুপানি সেই প্রশ্ন উঠলেও, পরবর্তী মুখ্যমন্ত্রী কে তা নিয়ে শুরু হয়ে গিয়েছে বিস্তর জল্পনা। রুপানির ইস্তফার কয়েক ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া ও ডেপুটি মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেলের নাম উঠে এসেছে।
ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসেছে বলে জানা গিয়েছে। বিজেপির তরফে জানানো হয়েছে খুব দ্রুতই পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হতে পারে।