তিন বছর পর ফের প্রকাশ্যে বিমন গুরুং

দ্য কোয়ারি ডেস্ক: ফের প্রকাশ্যে প্রাক্তন গোর্খা জন মুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং।প্রায় তিন বছর পর তাঁকে প্রকাশ্যে দেখা গেল।

এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ আচমকাই কলকাতার রাস্তায় দেখা যায় বিমল গুরুংকে। বিশে সূত্র থেকে জানা যায় যে এদিন কলকাতায় সাংবাদিক সম্মেলন করতে চেয়েছিলেন তিনি। তবে গোর্খা ভবনে তাঁর সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল।

কিন্তু গোর্খা ভবনের গেট না খোলায় অপেক্ষা করেই তাঁকে ফিরে যেতে হয়। তবে কি কারণে তিনি কলকাতায় এসেছিলেন সে বিষয়ে মুখ খোলেন নি তিনি। তাঁর বিরুদ্ধে রাজ্য পুলিশের সাব ইনসপেক্টর অমিতাভ মালিককে খুনের ঘটনায় প্রত্যক্ষ যোগসাযেশের অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে খুন, অপরাধ মূলক ষড়যন্ত্র, রাষ্ট্রোদ্রহিতা-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় তাঁর বিরুদ্ধে দার্জিলিংয়ের পরিস্থিতি উত্তপ্ত করার অভিযোগ উঠেছিল।
এদিন তিন গাড়ির কনভয় নিয়ে তাঁকে গোর্খা ভবনের সামনে আসতে দেখা যায় তাঁকে। ঝাড়খন্ডের নম্বর প্লেট সহ সামনের গাড়িতেই ছিলেন প্রাক্তন জিটিএ প্রধান। তাঁর পাশে ছিলেন একজন গেরুয়া বসনধারী।

তবে এদিন সল্টলেক থেকে তিনি কোথায় গেলেন, তা জানার আগ্রহ সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে। পুলিশের খাতায় একজন ফেরার ব্যক্তিকে কেন গ্রেফতার করল না পুলিশ তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, তিনি তিন বছরের মতো সময় ফেরার থাকলেও এখন পাহাড়ের রাজনীতিতে তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/weather-forecast-rain-in-durgapujo-morning/

যেহেতু সামনেই বিধানসভা ভোট, তাই এই ভোটকে সামনে রেখেই পাহাড়ের রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে চান তিনি। হয়তো সে লক্ষ্যেই কিছু ঘোষণার জন্য এদিন গোর্খা ভবনে এসেছিলেন তিনি। তবে গোর্খা ভবন না খোলায় সব উল্টোপাল্টা হয়ে যায়। এখন দেখার আগামী দিনে তিনি কি পদক্ষেপ নেন?

সম্পর্কিত পোস্ট