লোকাল চালুর প্রথমদিনেই নিয়মবিধি লঙ্ঘন! বনগাঁ লোকালের ভিড়ে উধাও সামাজিক দূরত্ব

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সামাজিক দূরত্ব বিধি উধাও লোকাল ট্রেনের ভিতরে।একে অপরের গা ঘেঁষাঘেঁষি করেই বসে রয়েছেন যাত্রীরা। নিয়মবিধি লঙ্ঘন হলেও তা দেখতে কোনও তোড়জোড় নেই আরপিএফ কিংবা জিআরপির মধ্যে। অথচ স্টেশনের এমাথা থেকে ওমাথা আরপিএফ ও জেলা পুলিশের ছড়াছড়ি।

ট্রেন চালু হওয়ার প্রথম দিনই এমনই ছবি উঠে এল শিয়ালদহ-বনগাঁ শাখার গুরুত্বপূর্ণ বারাসাত জংশন স্টেশনে। স্টেশনে ভিড় সেভাবে না থাকলেও সকালের শিয়ালদহ গামী বনগাঁ কিংবা হাবড়া লোকালে যেভাবে যাত্রীরা গা ঘেঁষাঘেঁষি করে বসে রয়েছেন তা দেখে শিউরে উঠেছেন অনেকেই। এর থেকে করোনার সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসক ও বিশেষজ্ঞ মহলের একাংশ।

করোনা পরিস্থিতিতে দীর্ঘ সাড়ে সাত মাস বন্ধ ছিল লোকাল ট্রেন। অনেক বিতর্ক,রাজনৈতিক দড়ি টানাটানির পর আজ থেকেই চালু হয়েছে লোকাল ট্রেন। কিন্তু প্রথম দিনই শিয়ালদহ-বনগাঁ শাখার গুরুত্বপূর্ণ বারাসত জংশন স্টেশনে উঠে এল নিয়মবিধি অমান্যের ছবি।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/reconstruction-work-of-majherhat-bridge-on-the-way-to-the-end-firhad-hakim-on-inspection/

বারাসাত স্টেশনে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে।রয়েছে ১ ও ৫ নম্বর প্লাটফর্মের পাশে দুটি টিকিট কাউন্টার। স্টেশনে ব্যবস্থাপনার আয়োজনে খামতি না থাকলেও সেই পদক্ষেপ বাস্তবায়িত করার কোনও উদ্যোগ সেভাবে দেখা যায়নি বলেই অভিযোগ।

স্টেশনে প্রবেশের আগে না হচ্ছে ঠিকঠাক ভাবে থার্মাল চেকিং। আর না হচ্ছে টিকিট কাউন্টার কিংবা লোকাল ট্রেনের ভিতর নিয়মবিধি মানা। টিকিট কাউন্টার থেকে স্টেশনে সামাজিক দূরত্ব বজায় রাখতে গোলাকৃতি চিহ্ন দিয়ে মার্কিং করা থাকলেও মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

টিকিট কাউন্টারের সামনে যেমন লম্বা লাইন চোখে পড়েছে তেমনই লোকাল ট্রেনে গা ঘেঁষাঘেঁষি করে বসতে দেখা গিয়েছে যাত্রীদের। এমনই এক দৃশ্য ধরা পড়েছে ৮ঃ৩২ মিনিটের ডাউন বনগাঁ লোকালে।

ওই ট্রেন যখন ৯ঃ৪৩ মিনিটে বারাসত স্টেশনে প্রবেশ করে তখন লক্ষ্য করা যায় সিটের সব আসনেই একে অপরের গা ঘেঁষাঘেঁষি করে বসে যাত্রীরা। সিটের মধ্যে দূরত্ব বিধি বজায় রাখতে কোনও মার্কিং করা নেই।ফলে,যে যার মতো করে বসে রয়েছেন।

এই বিষয়ে ওই ট্রেনের যাত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় বলেন,”আমি বনগাঁ থেকে এই ট্রেনে উঠেছি। যাব সুভাষ গ্রামে।সামাজিক দূরত্ব বিধি মানা হচ্ছে না কোনও রকম ভাবে। সিটির মধ্যে কোনও মার্কিং করা নেই।আমরা যতটা পারছি ততটা নিয়মবিধি মেনে চলার চেষ্টা করছি”।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-wheels-of-the-locals-will-roll-at-midnight-10-specific-demands-of-the-railways-to-the-state/

এদিকে,বেলা গড়াতেই সামগ্রিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে বারাসত স্টেশনে পরিদর্শনে আসেন জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর, এসডিপিও সত্যব্রত চক্রবর্তী, বারাসত থানার আইসি দীপঙ্কর ভট্টাচার্য সহ পুলিশ কর্তারা।

পরে,সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার দাবি করেন,”মোটের উপর ব্যবস্থাপনা সবকিছু ঠিকঠাকই আছে। স্টেশনে প্রবেশের আগে চেকিং যেমন করা হচ্ছে,তেমনই মাস্ক ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না স্টেশনের ভিতর।আমরা চাইছি সকল যাত্রীই যেন মাস্ক পড়ে স্টেশনে প্রবেশ করেন। মাস্ক ছাড়া কেউ আসলে আমরা তাঁদের মাস্ক সরবরাহ করছি”।

সম্পর্কিত পোস্ট