বাংলাদেশে হিংসা, সীমান্তের এপারে সুরক্ষা নিয়ে সতর্ক নবান্ন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সাম্প্রতিক সাম্প্রদায়িক হিংসার ঘটনা নিয়ে সতর্ক রাজ্য সরকার। সীমান্তবর্তী জেলাগুলিকে অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করে চলতি উৎসবের মরসুমের প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে নবান্নের তরফে।

রাজ্য গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই উত্তর এবং দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী সব জেলার পুলিশ সুপার,পুলিশ কমিশনারদের পরিস্থিতির উপর নজর রেখে বাড়তি সর্তকতা নেওয়ার কথা বলা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তবর্তী জেলাগুলির সবস্তরের পুলিশ-প্রশাসনকে সতর্ক করেছে রাজ্য আইবি। পশ্চিমবঙ্গের সব পুলিশ কমিশনার, পুলিশ সুপার, রেলের ডিজিপি সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।

পুজোর মধ্যে বাংলাদেশে একাধিক জায়গায় দুষ্কৃতী হামলা ও মৃত্যুর ঘটনা ঘটে। নোয়াখালিতে আক্রান্ত হয় ইসকন মন্দির। ইসকনের তরফে তাঁদের ৩ জন ভক্তের মৃত্যুর অভিযোগ করা হয়।

দিনহাটায় প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী ও বিধায়ক

বাংলাদেশে অশান্তির ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে দমদমের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, সমস্ত দেশের উচিত সেদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া। মোদি জমানায় যা বারবার ব্যাহত হয়েছে। এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের সব বর্ণের মানুষকে সমান সম্প্রীতি ও নিরাপত্তা দিয়েছেন। কেউ সেটা ভাঙতে গেলে সরকার কড়া হাতে ট্যাকল করবে। কিন্তু দেশে সেটা হচ্ছে না।

বাংলাদেশে অশান্তির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনা সরকারের কাছে দোষীদের চিহ্নিত করে শাস্তি ও সম্প্রীতি রক্ষার লিখিত আর্জি জানিয়েছেন এপার বাংলার লেখক, শিল্পী, রাজনৈতিক ব্যক্তিত্ব-সহ বিশিষ্টজনেদের একাংশ।

সম্পর্কিত পোস্ট