করোনা মোকাবিলায় PM-CARES-এ ত্রাণ ঘোষণা বিরুষ্কার

সোমবার সোশ্যাল মিডিয়ায় বিরুষ্কা জানায়, তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত PM-CARES এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান করছেন । 

দ্য় কোয়ারি ওয়েবডেস্ক- নোভেল করোনা ভাইরাসের মারণ গ্রাস শুরুর সময় থেকেই সোশ্য়াল মিডিয়ার সক্রিয় ভূমিকা পালন করছিল বিরুষ্কা । 

একাধিকবার দেশবাসীর উদ্দেশ্যে সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের বার্তা দিতে শোনা গিয়েছে দুজনকেই । 

বিপদের সময় পাশে থাকার বার্তাও মিলিছে সেলেব জুটির পক্ষ থেকে । এবার তাঁরা ঘোষণা করলেন আর্থিক সাহায্য।

সোমবার সোশ্যাল মিডিয়ায় বিরুষ্কা জানায়, তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত PM-CARES এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান করছেন । 

টুইটারে ভারতের ক্যাপ্টেন বলেন, আমি এবং অনুষ্কা প্রধানমন্ত্রীর PM-CARES এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান করছি। সহ-নাগরিকদের কষ্ট দেখে আমাদের হৃদয় বিদারণ হচ্ছে। আশা করছি, আমাদের এই চেষ্টা কোনওভাবে ভারতীয়দের কষ্ট লাঘব করতে পারবে ।

 ইনস্টাগ্রামে একই পোস্ট করেন বিরাটপত্নী অনুষ্কা ।তবে, তাঁরা ঠিক কত টাকা অনুদান করলেন তা কেউই জানান নি ।

[ আরোও পড়ুন : করোনা মোকাবিলায় সচিন ও বিরাটের বার্তা ]

করোনা আতঙ্কে দেশজুড়ে সঙ্কটজনক পরিস্থিতি তৈরী হয়েছে । সংক্রমণ রুখতে ২১ দিনের লকডাউন ঘোষিত হয়েছে । 

তা সত্ত্বেও প্রতিদিনই নতুন করে করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

https://www.instagram.com/p/B-WJqLvJW9x/?utm_source=ig_web_copy_link

এর আগে করোনা রোখার লড়াইয়ে শামিল হয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর পর্যন্ত । 

সৌরভ এবং শচীন দুজনেই দিয়েছেন ৫০ লক্ষ টাকা করে । সুরেশ রায়না দিচ্ছেন ৫২ লাখ ।

রাহানে দিয়েছেন ১০ লক্ষ টাকা । পাঠান ভাইয়েরা গরিবদের বিনামুল্যে মাস্ক কিনে দিয়েছেন ।

সম্পর্কিত পোস্ট