করোনা মোকাবিলায় সচিন ও বিরাটের বার্তা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা মোকাবিলায় এবার আসরে বিরাট কোহলি।

এক ভিডিও বার্তায় ভারত অধিনায়কের আবেদন একজন খেলোয়াড় নয় সাধারণ নাগরিক হিসাবে বলছি আপনারা লকডাউন মেনে চলুন। কিছুদিন ধরেই দেখছি বিভিন্ন রাস্তায় মানুষ অযথা ভিড় করছেন, দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন। এসব দেখে আমার মনে হচ্ছে আমরা বিষয়টা খুব সাধারণ হিসাবে নিয়েছি। আসলে এটা খুব সাধারণ লড়াই নয়। আমাদের একটা ভুল সিধান্ত দেশে মহামারী নিয়ে আসতে পারে তাই আমাদের আরও দায়িত্বশীল ও সংযমী হতে হবে। সমগ্র বিশ্বে করোনা মহামারীর আকার নিচ্ছে এখানে সরকার সেটা আটকানোর চেষ্টা করছে ।

কেন্দ্রীয় সরকারের এই ভূমিকার প্রশংসার পাশাপাশি চিকিৎসার সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ জানান তিনি।

তিনি আরও বলেন আমাদের প্রত্যেককে আরও দায়িত্বশীল হতে হবে। এই সময় ফুর্তি , মজা থেকে নিজেদের দূরে রাখতে হবে । সকলে মিলে এই সমস্যা থেকে বেড়িয়ে আসতে হবে।

অন্যদিকে করোনা মোকাবিলায় ৫০ লক্ষ টাকা দান করলেন সচিন তেন্দুলকার। ২৫ লক্ষ টাকা করে দান করেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।

সেই সঙ্গে প্রতিদিন ভিডিও বার্তা থেকে দেশবাসীকে লকডাউন সম্পর্কে সচেতন করছেন। সেই সঙ্গে তিনি আবেদন করেছেন যারা আক্রান্ত হচ্ছেন তাঁদের পাশে থাকতে হবে। স্নেহ ও ভালবাসা দিতে হবে তাঁদেরকে সামাজ তেহেক দূরে সরিয়ে রাখা যাবে না। একে অপরের পাশে দাঁড়িয়ে এই লড়াই জিততে হবে।

সম্পর্কিত পোস্ট