আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির পথে Vodafone Idea
এপ্রিল থেকেই সম্ববত লাগু হতে চলেছে ZoZo-র নতুন ট্যারিফ প্ল্যান । প্রতি জিবি ডেটা ব্যবহার করতে Vodafone Idea গ্রাহকদের খরচ করতে হবে অন্তত 35 টাকা ।
দ্য কোয়ারি ডেস্ক- মাথায় রয়েছে বিপুল পরিমাণ ঋণের বোঝা । সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার চাপ ।
জোড়া চাপ থেকে বাঁচতে এবার বিপুল পরিমাম দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল Vodafone-Idea ।
Vodafone Idea-র মূল্যবৃদ্ধি
এপ্রিল থেকেই সম্ববত লাগু হতে চলেছে ZoZo-র নতুন ট্যারিফ প্ল্যান । প্রতি জিবি ডেটা ব্যবহার করতে Vodafone Idea গ্রাহকদের খরচ করতে হবে অন্তত 35 টাকা ।
আরও পড়ুন : বুধবার ইজ ৩.০ কর্মসূচি প্রকাশ করলেন কেন্দ্রিয় অর্থমন্ত্রী। যেখানে প্রযুক্তির হাত ধরে অতি সহজে ঋণ বিলি-সহ সমস্ত ব্যাঙ্কিং পরিষেবাকে সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হল।
এছাড়াও বিনামূল্যে আনলিমিটেড কলের আচ্ছে দিন শেষ হতে চলেছে । ভয়েস কলের ক্ষেত্রেও প্রতি মিনিটে 6 পয়সা করে গুণতে হবে গ্রাহকদের ।
ইতিমধ্যেই টেলিকম দপ্তরকে লেখা এক চিঠিতে কোম্পানি তাদের নতুন প্ল্যানের কথা জানিয়েছে ।
পাশাপাশি আবেদন করেছে প্রতি জিবি ডেটার জন্য অন্তত 35 টাকা দাম বেঁধে দেওয়ার জন্য ।
এছাড়াও প্রিপেড কানেকশন ব্যবহারের জন্য মাসে গ্রাহক প্রতি অন্তত 50 টাকা শুল্ক করার আবেদন জানিয়েছে কোম্পানিটি ।
Vodafone Idea-র মূল্যবৃদ্ধি, গ্রাহকদের উপর বাড়তি চাপ
বর্তমানে প্রতি জিবি ডেটার জন্য Vodafone-Idea-র গ্রাহককে 4 থেকে 5 টাকা খরচ করতে হয়।
সূত্র মারফৎ জানা গিয়েছে ডেটার দাম বৃদ্ধির সঙ্গেই বিনামূল্যে আনলইমিটেড ভয়েস কল শেষ করতে চলেছে Vodafone Idea ।
আরও পড়ুন : ভারতে সেনসেক্স পড়ল এক ধাক্কায় ৮০৬.৮৯ পয়েন্ট। নিফ্টি ২৫১.৪৫।সূচক দু’টি যথাক্রমে ৪০,৩৬৩.২৩ ও ১১,৮২৯.৪০ অঙ্কে এসে থামল।
কেন্দ্রের কাছে প্রায় ৫৩ হাজার কোটি টাকা এজিআর বাকি রয়েছে কোম্পানির।
বিশেষজ্ঞদের মতে, বিপুল পরিমাণ ঋণের বোঝা সাধারণ গ্রাহকের পকেট থেকেই সংগ্রহের জন্য এক ধাক্কায় বিপুল দাম বাড়াতে চলেছে Vodafone Idea।
ফলস্বরূপ আগামীতে Vodafone-Idea-র গ্রাহক কোম্পানির সিদ্ধান্তকে কতটা মেনে নেবে তা সময়ই বলবে ।