ভোট মানেই বাংলায় অশান্তি? রবিবারও দেখা গেল সেই পরিচিত ছবি

দ্য কোয়ারি ওয়েবডস্কঃ উপনির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল বাংলা। ছাপ্পা ভোটের অভিযোগ, একে অপরকে ধাক্কাধাক্কি করা, অন্যের দিকে তেড়ে যাওয়ার সেই পরিচিত দৃশ্য দেখা গেল বনগাঁ এবং জামুরিয়ায়।

রবিবার বনগাঁ পুরসভা এবং আসানসোল পুরনিগমের উপনির্বাচন হয়। দুই ক্ষেত্রেই শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ তুলেছে বিরোধীরা। বনগাঁয় বাম কংগ্রেস ও বিজেপি একযোগে অভিযোগ করেছে, বহিরাগতদের এনে ব্যাপক ভোট লুট করছে তৃণমূল কংগ্রেস। এখানে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার আক্রান্ত হন বলে অভিযোগ। পুলিশ সব দেখেও নিষ্ক্রিয় ছিল বলে বিরোধীদের দাবি।

পোস্ট অফিসে চালু হচ্ছে কিউআর ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা

এদিকে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় ৬ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের তৃণমূল প্রার্থী হয়েছেন। জায়গাটা কয়লা ক্ষেত্র জামুরিয়ার অন্তর্গত। মেয়র পদে নিজের জায়গাকে পাকা করতে হলে বিধান উপাধ্যায়কে কিন্তু জিততেই হবে। রবিবার সকাল থেকেই বিজেপি অভিযোগ করতে শুরু করে, ভোটে হেরে যাবে বুঝে বুথ জ্যাম করছে তৃণমূল।

এখানে ব্যাপক অশান্তি হয় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে। শেষ পর্যন্ত পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি নেতাকর্মীরা। বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই, বিজেপির জেলা সভাপতি দিলীপ দে এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন। যদিও গেরুয়া শিবিরের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিধান উপাধ্যায়। তাঁর দাবি, হেরে যাবে বুঝতে পেরেই মিথ্যে অভিযোগ করছে বিজেপি।

সম্পর্কিত পোস্ট