Voter Card : ঘরে বসেই প্রাপকদের হাতে মিলবে সচিত্র ভোটার পরিচয় পত্র

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এবার থেকে ঘরে বসেই মিলবে সচিত্র ভোটার পরিচয় পত্র ( Voter Card )। ডাক যোগে সরাসরি প্রাপকদের হাতে পরিচয়পত্র পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন। মঙ্গলবার জাতীয় ভোটদাতা দিবসে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে ডাক বিভাগের বোঝাপড়া হয়েছে।

নতুন ভোটারদের পরিচয় পত্রের ( Voter Card ) সঙ্গে সঙ্গে একটি করে কিটও পাঠাবে কমিশন। ওই প্যাকেটে ইভিএম, ভোটদানের পদ্ধতি সহ যাবতীয় তথ্য থাকবে বলে জানা গিয়েছে। একবার ভোটার কার্ড তৈরি হয়ে গেলে যাতে ভোটারদের হয়রানির শিকার না হতে হয় এবং যাতে ভোটাররা বাড়ি বসে তাদের ফটো আইডেন্টিটি পেয়ে যান তা নিয়েই এই প্রথমবার এই নিয়ম চালু করতে চলেছে নির্বাচন কমিশন।

Bratya Basu: পাড়ায় শিক্ষালয় প্রকল্পের উদ্বোধন করে স্কুল খোলার বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

Voter Card : ঘরে বসেই প্রাপকদের হাতে মিলবে

ভোটদাতাদের সচেতনতা বাড়াতে নির্বাচন কমিশনের উদ্যোগে মঙ্গলবার দেশজুড়ে একাদশ জাতীয় ভোটার দিবসপালন করা হবে । এবারের ভোটার দিবসের মুল ভাবনা “ আমাদের ভোটারদের ক্ষমতাশালী , সতর্ক, সুরক্ষিত ও ওয়াকিবহাল করে তোলা”।

রাজ্যে ভোটার দিবসের অনুষ্ঠানটি হবে জাতীয় গ্রন্থাগারের ভাষাভবন অডিটোরিয়ামে। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সহ অন্যান্য আধিকারিকরাও ওই অনুষ্ঠানে ভোটার সচেতনতা প্রসারে সামিল হবেন।

সম্পর্কিত পোস্ট