West Bengal Election: ভগবানপুরে তৃণমূল ভোটারদের ভোট দিতে যাওয়ায় বাধা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভগবানপুর বিধানসভার গাজিপুরে তৃণমূল ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। কেঁদে ফেলেন ভোটাররা। স্থানীয়দের অভিযোগ, ভোট দিয়েছি বলে ঘর ভেঙে দিয়েছে বিজেপি।

স্থানীয়দের তরফে অভিযোগ, শুক্রবার রাতে ভোট দিতে বারণ করে গেছে বিজেপির নেতারা। কারণ, তৃণমূলকে সমর্থন করেন তাঁরা। এমনকি তাঁদের ঘর ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এক স্থানীয় বাসিন্দার কথায়। এর আগে চারবার বোমা মারা হয়েছে। এখন ভোট দিয়ে আসার পর তাঁর পরিবারের ওপর হামলা চালানো হয়।

কেন্দ্রীয় বাহিনীর তরফে বারবার করে বলা হচ্ছে ওই সমস্ত ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার দায়িত্ব নেবেন তাঁরা। কিন্তু স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে তাঁদের ওপর হামলা চালানো হতে পারে। যদিও এবিষয়ে কেন্দ্রীয় বাহিনীর দাবী, রাজ্যের আইনশৃঙ্খলা দেখবে রাজ্য পুলিশ।

সম্পর্কিত পোস্ট