রাজ্যসভার দীনেশ ত্রিবেদীর আসনে ভোট ৯ আগস্ট, নাম উঠে আসছে যশবন্ত সিনহার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীনেশ ত্রিবেদী পদত্যাগ করার পর রাজ্যসভার আসন শূন্য হয়ে গিয়েছে। এবার সেই আসনে উপনির্বাচনের বিজ্ঞপ্তি ঘোষণা করল নির্বাচন কমিশন। শুক্রবার সকালে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যসভার ওই আসনে ৯ আগস্ট ভোট হবে।

উপ-নির্বাচনে জয়ী প্রার্থী ২০২৬ সালের ২ এপ্রিল পর্যন্ত সাংসদ পদে থাকবেন। রাজ্যসভায় তৃণমূলের আরো একটি আসনে ভোট হওয়ার কথা। মানস ভুঁইয়া রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাঁর আসনেও উপনির্বাচন হবে। যদিও সেই আসনের উপ নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি কমিশন।

বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, ২২ জুলাই নোটিফিকেশনের দিন কার্যকর হবে। নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ২৯ জুলাই। স্ক্রুটিনি হবে ৩০ জুলাই। নমিনেশন তুলে নেওয়ার শেষদিন ২ আগস্ট। ভোট হবে ৯ আগস্ট সকাল ন’টা থেকে বিকেল চারটে পর্যন্ত। এদিনই বিকেল বেলা পাঁচটার সময় ফলাফল ঘোষণা হবে বলে জানানো হয়েছে। ১০ আগস্টের মধ্যে গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গললকোটে অসীম দাস খুনের ঘটনার কিনারায় আজই ঘটনাস্থলে CID

রাজনৈতিক মহলের মতে, দীনেশ ত্রিবেদীর ওই আসনে যশবন্ত সিনহাকে স্থলাভিষিক্ত করতে পারে তৃণমূল। এই আলোচনা ক্রমশ প্রকট হয়ে উঠছে। অন্যদিকে মানস ভুঁইয়ার আসনে নাম উঠে এসেছে শত্রুঘ্ন সিনহার।

রাজনৈতিক মহলে গুঞ্জন একুশে জুলাই তৃণমূলে যোগদান করতে চলেছেন শত্রুঘ্ন সিনহা। বর্ষীয়ান এই অভিনেতা ও রাজনীতিবিদকে রাজ্যসভায় নিয়ে যেতে চলেছে তৃণমূল এমনটাই খবর পাওয়া গিয়েছে কালীঘাট সূত্রে। মনে করা হচ্ছে রাজ্যসভার দুটি আসনে প্রাক্তন দুই বিজেপি নেতাকেই নিয়ে এসে বাজিমাত করতে চলেছে তৃণমূল। যদিও সবটাই জল্পনা।

রাজ্যসভায় তৃণমূলের মোট ২ টি আসন এই মুহূর্তে শূন্য। সেই শূন্যস্থান পূরণের জন্য দ্রুত উপনির্বাচনের দাবি জানিয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার দিল্লি গিয়ে কমিশনের কর্তাদের সঙ্গে সাক্ষাৎও করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুখেন্দুশেখর রায়রা।

এরপর শুক্রবারই রাজ্যসভার একটি আসনে উপনির্বাচন দিনক্ষণ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, ওই আসনে তৃণমূলের সর্বভারতীয় স্তরের নেতা, অভিজ্ঞ রাজনীতিক যশবন্ত সিনহাকে মনোনীত করতে পারে দল। এমনই আলোচনা চলছে দলের অন্দরে।

এছাড়া ঘোরাফেরা করছে তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের নামও। তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি বলেই খবর। রাজ্যসভার একটি আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করায় দলের আশা, দ্রুতই রাজ্যের ৭ বিধানসভা আসনেও হবে উপনির্বাচন।

সম্পর্কিত পোস্ট