বাজল ভোটের ঘন্টা, দেওয়াল লিখন শুরু মহিষাদলে
দ্য় কোয়ারি ওয়েবডেস্কঃ মমতা ম্যাজিকে উদ্বেল মেদিনীপুর। গত লােকসভা নির্বাচনে বিজেপি আসন জিতলেও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মানুষের সমর্থন যে এখনাে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে রয়েছে। তা আরাে একবার প্রমাণ হয়ে গেল সোমবার।
সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোন নেতার ব্যক্তিগত ক্যারিশমায় যে মেদিনীপুরের মানুষ বিশ্বাস করেন না, তাও প্রমাণিত হয়ে গেল বলেই মনে করছেন দলের একাংশ।
পশ্চিম মেদিনীপুরে জনসভার মধ্য দিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১-র নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন তা স্পষ্ট।
সোমবার পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা শেষ হওয়ার পর সন্ধ্যা থেকেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনের জন্য ২০৮ মহিষাদল বিধানসভার দেওয়াল লিখন শুরু করে দিল মহিষাদল ব্লক তৃণমূল।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/even-after-the-ban-the-farmers-organizations-will-meet-again-on-wednesday/
এদিন মহিষাদল ব্লকের রাস মঞ্চের নিকট ভট্টাচার্য বাড়ির দেওয়ালে দলীয় প্রতীক এঁকে দেওয়াল দখলে রাখলো শাসক শিবির। এদিন দেওয়াল লেখনের সময় উপস্থিত ছিলেন মহিষাদল ব্লক তৃণমূলের সভাপতি তিলক চক্রবর্তী, মহিলা তৃণমূল নেত্রী শিউলি দাস, ব্লক নেতা অরুন দিন্ডা, ঘনশ্যাম দেবনাথ, সেখ রহমান সহ অন্যান্যরা৷
এদিন মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিলক চক্রবর্তী বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরে জনসভার মধ্যদিয়ে নির্বাচনের প্রচার শুরু করেন। আমরাও দেওয়াল লিখনের মধ্যদিয়ে নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছি। এখন দলিয় প্রতীক দিয়ে দেওয়াল লেখন শুরু করেছি। আগামীদিনে ব্লকের প্রতিটি গ্রামপঞ্চায়েত এলাকায় দেওয়াল লেখন শুরু করার নির্দেশ দিয়েছি।
তিনি জানান, নেত্রী যাকে প্রার্থী করবেন আমরা তাকেই মেনে নির্বাচনী প্রচার করবেন বলে। ২১ বাংলা থেকে বিজেপিকে হটাতেই তৃণমূল এখন থেকেই কোমর বেঁধে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে তা এদিনের প্রস্তুতিতে পরিস্কার।