উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা, সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে
দ্য কোয়ারি ওয়েবেডেস্কঃ দক্ষিণ বঙ্গের জেলাগুলোতে আপাতত কয়েকদিন বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও উত্তর বঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ।
আগামী বৃহস্পতিবার থেকে ২০ সেন্টিমিটার বা তারও বেশি বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
বৃষ্টির পরিমাণে ভিত্তিতে উত্তরবঙ্গের বেশকিছু জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
করোনা রোগী ফেরালে বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশিকা
বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ২০ সেন্টিমিটার বা তারও বেশি বৃষ্টি হতে পারে। এই সমস্ত জেলাগুলোতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
তবে সপ্তাহের শেষের দিকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ওড়িশায় থাকা ঘূর্ণাবর্ত এবং পাঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত থাকা নিম্নচাপ অক্ষরেখাটি কিছুটা সরে যাওয়ার ফলে পূবালী হাওয়ার প্রভাবে রাজ্যের বাতাসে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকবে ।
সেই কারণেই এই বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে বৃষ্টি বড়লেও বাতাসে প্রচুর পরিমাণে আদ্রতা থাকায় আপাতত কয়েকদিন অদ্রতাজনিত অস্বস্তি থাকবে।