সাইবার ক্রাইম থেকে বাঁচতে নজর পাসওয়ার্ডে
জানেন কী, রাস্তায়, অফিসে এমনকি আপনার বাড়িতেও আপনার ওপর সর্বদা নজর রাখতে চলেছে অন্য কেউ? কে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি? এবার তাকেই পাকড়াও করতে আপনার ডেস্টিনেশনে পৌঁছে যাবেন ডিসিডিটি রোহিত দাশগুপ্ত।
আপনি হয়তো জানেন না আপনার ওপর নজর রাখছে অন্য কেউ। যে কোনও সময় সেই অজানা ব্যাক্তি আপনার গোপনীয়তার পর্দা ফাঁস করে দিতে পারে। এরকম সাইবার ফ্রডের সঙ্গে অজান্তেই জড়িয়ে পড়ে অনেকেই। আমরা যারা প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহার করি তাদের যেকোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা সবচেয়ে সহজ।
জানেন কী, রাস্তায়, অফিসে এমনকি আপনার বাড়িতেও আপনার ওপর সর্বদা নজর রাখতে চলেছে অন্য কেউ? কে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি? এবার তাকেই পাকড়াও করতে আপনার ডেস্টিনেশনে পৌঁছে যাবেন ডিসিডিটি রোহিত দাশগুপ্ত।
কিন্তু কে এই রোহিত দাশগুপ্ত?
সম্প্রতি মুক্তি পেয়েছে দেব এন্টারটেইনমেন্ট ভেনচার্স প্রযোজিত এবং কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পাসওয়ার্ড’ এর ট্রেলর। ছবিতে রোহিত দাশগুপ্তের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা দেব।
ছবিতে ডার্ক চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুক্মিনী, পাওলি দাম এবং আদ্রিত। ছবিতে মিউজিক দিয়েছেন স্যাভি।
২ অক্টোবর বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘পাসওয়ার্ড’। পুজোর বাজারে এবার চ্যালেঞ্জিং অ্যাকশান প্যাকড সিনেমা উপহার দিতে চলেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।
প্রতিদিন সাইবার ক্রাইমের শিকার হন বহু মহিলা। প্রতিনিয়ত ব্ল্যাকমেলের জেরে আত্মহত্যা করতে বাধ্য হন অনেকেই। সাইবার ক্রাইম থেকে বাঁচতে সকলেরই পাসওয়ার্ড ছবিটি দেখা প্রয়োজন।