WB Assembly Election 2021: অশান্ত কসবা, পুলিশকে ‘গো ব্যাক’ শ্লোগান
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভোটের দিনেও অশান্ত কসবা। কসবা বিধানসভার ৬৭ নম্বর বুথে শুরু হয়েছে অশান্তি। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপি(আই)এম প্রার্থী শতরূপ ঘোষ। অভিযোগ, ভোটের আগের দিন থেকে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূল সমর্থিত গুন্ডাবাহিনী।
স্থানীয়দের অভিযোগ, বেশ কিছু জনকে লোহার রড দিয়ে পেটানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে দোকানপাট এবং কয়েকটি গাড়ি। বেশ কিছু এলাকার বিজেপির সমর্থকদের ওপর বেছে বেছে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপির।
কসবায় বিজেপির মন্ডল সভাপতির বাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের দিকে। মানুষকে ভয় দেখানো হচ্ছে। এর পিছনে সিন্ডিকেট কাজ করছে বলে দাবী কসবার বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁর। এদিন সকালেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা শুরু হয় বিজেপি প্রার্থীর। এলাকায় অবৈধ জমায়েত হচ্ছে, অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ।
একইসঙ্গে অভিযোগ তুলেছেন সিপি(আই)এম প্রার্থী শতরূপ ঘোষ। তিনি বলেন, তৃণমূলের হার্মাদ বাহিনী এবং বাইক বাহিনী এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।
উল্লেখ্য, ভোটের আগের দিন দুপুর থেকে কসবার ৬৭ নম্বর ওয়ার্ডকে ঘিরে দফায় দফায় অশান্তির খবর ছড়িয়ে পড়ে। অভিযোগ, বাঁশ, লাঠি নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে উপস্থিত হন ডিসি রশীদ মুনীর। তাঁকে ঘিরে চলে বিক্ষোভ। ‘গো ব্যাক পুলিশ’ শ্লোগান দিতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।