WB Assembly Election 2021: ফের মমতাকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে মন্তব্যের জেরে এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল নির্বাচন কমিশন। এই নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীকে নোটিশ দিল কমিশন।

কমিশনের পাঠানো নোটিশে বলা হয়েছে, ২৮ মার্চ এবং ৭ এপ্রিল  কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর নয়, রাজ্য পুলিশের মনোবল নষ্ট হচ্ছে।

সেকারণেই কমিশনের তরফে নোটিশ পাঠানো হয়েছে। ১০ এপ্রিলের মধ্যে জবাব দেওয়া নির্দেশ দিয়েছে কমিশন। সময়ের মধ্যে উত্তর না পেলে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, বুধবার কোচবিহারের এক জনসভায় মমতা বলেন, সিআরপিএফ যদি ভোট দিতে বাধা দেয় তাহলে একদল মহিলা ঘিরে রাখবেন। অন্যরা ভোট দেবে। দে আর ডুইং নুইসেন্স। আমি সিআরপিএফকে শ্রদ্ধা করি। ওরা রিয়েল জওয়ান। কিন্তু বিজেপির সিআরপিএফকে রেসপেক্ট করি না।

আরও পড়ুনঃ বাড়ছে করোনার দাপট, একদিনে আক্রান্ত ১ লক্ষ ৩১ হাজার

একইসঙ্গে আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের ওপর হামলার ঘটনার সমালোচনা করেন তিনি। পাশাপাশি গোঘাটের বুথ প্রেসিডেন্ট এবং খানাকুলের বিজেপি প্রার্থীর ওপর হামলার ঘটনার উল্লেখ করেন তিনি। মেয়েরা যাতে ভোট দিতে না পারে তার জন্য সেন্ট্রাল ফোর্স উপস্থিত হয়েছে বলে দাবী মুখ্যমন্ত্রীর।

এর আগে ধর্মীয় সম্প্রদায় নিয়ে মন্তব্য করার জন্য মমতাকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। তিনি বলেন, সংখ্যালঘু ভোট ভাগ হতে দেবেন না। সংখ্যালঘু ভোট ভাগ হতে টাকা দিচ্ছে বিজেপি।মমতার মন্তব্যকে ঘিরে কমিশনের দ্বারস্থ হন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি। এরপরেই নির্বাচন কমিশনের তরফে মমতাকে নোটিশ পাঠানো হয়। শুক্রবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্য করার পর আরও একবার নোটিশ পাঠাল কমিশন।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বেগম’ বলে সম্বোধন করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার শুভেন্দুকে নোটিশ পাঠালো কমিশন। ২৪ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে তাকেও।

সম্পর্কিত পোস্ট