WB Assembly Election 2021: ভাঙড়ে আইএসএফ প্রার্থীকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভোটের আগেও অশান্ত ভাঙড়। ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকিকে মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে টানা সাড়ে তিন ঘন্টা ধরে থানা ঘেরাও করেন পাঁচ হাজার আইএসএফ সমর্থক। একইসঙ্গে চলে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ।

শনিবার চতুর্থ দফার নির্বাচন রয়েছে ভাঙড়ে। গত কয়েক দশক ধরে বামেদের দুর্গে এবার প্রার্থী দিয়েছে সংযুক্ত মোর্চার শরীক আইএসএফ। প্রার্থী হয়েছেন আব্বাস সিদ্দিকির ভাই নওশাদ সিদ্দিকি।

অভিযোগ, বৃহস্পতিবার শেষলগ্নের প্রচারে আসেন আব্বাস সিদ্দিকি। ভোজেরহাটে সমাবেশের পরেই সিপি(আই)এম এবং আইএসএফ কর্মীদের ওপর হামলা চালানো হয়। একাধিক অটো ভাঙচুর করা হয় বলে অভিযোগ। অভিযোগ, হামলার পরে তাঁদেরকেই আটক করে পুলিশ। পরে সেখানে উপস্থিত হন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি।

আরও পড়ুনঃ WB Assembly Election 2021: ফের মমতাকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন

সূত্রের খবর, দুই দলের সংঘর্ষ থামাতে গিয়ে লাঠিচার্জ করে পুলিশ। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকির ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এরপরেই বিক্ষোভ দেখানে শুরু করেন আইএসএফ কর্মীরা। অভিযুক্ত পুলিশ অফিসারের অপসারণের দাবীতে থানা ঘেরাও করেন আইএসএফ কর্মীরা। দীর্ঘ সময় ধরে চলে বিক্ষোভ। শামিল হন পাঁচ হাজার সমর্থকরা।

ঘটনাস্থলে উপস্থিত হয় কেন্দ্রীয় বাহিনী। পুলিশের সঙ্গে নওশাদের বৈঠকের পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

উল্লেখ্য, বামদের দুর্গের অবসান ঘটিয়ে এই ভাঙড়ে বেড়েছে তৃণমূলের তাবড় নেতা আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদের দাপট। এবারের নির্বাচনে ডঃ রেজাউল করিমকে প্রার্থী করার পরেও ক্ষোভ প্রশমন করে নির্বাচনের প্রচারে নেমেছেন আরাবুল। কিন্তু আইএসএফ প্রার্থী দেওয়ার পর থেকেই এই এলাকায় তৃণমূল বনাম আইএসএফের দ্বন্দ্ব লেগেই রয়েছে। আর ভোটের প্রাক মুহুর্তেও দেখা গেল সেই ঘটনা।

সম্পর্কিত পোস্ট