WB Assembly Election 2021- শালবনীতে সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ, ভাঙচুর করা হয় গাড়ি, গ্রেফতার ৪

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রথম দফার নির্বাচনে উত্তপ্ত হয়ে ওঠে শালবনি। শনিবার সকাল সকাল ভোট কেমন হচ্ছে তা দেখতে বেরিয়ে আক্রান্ত হলেন শালবনির বাম প্রার্থী সুশান্ত ঘোষ। ঘটনাটি ঘটেছে শালবনির ছোটতারা গ্রামে।

অভিযোগ সেখানে বুথের সামনে বিক্ষোভের মুখে পড়েন সুশান্তবাবু। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি ভাঙচুর করা হয় তাঁর গাড়ি। সেসময় কোন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা কর্মী বুথের বাইরে ছিলেন না বলে অভিযোগ তুলেছেন সুশান্ত ঘোষ।

যে ছবি উঠে এসেছে তাতে দেখা যায় বুথের বাইরে কর্তব্যরত পুলিশ কর্মীরাই তাকে নিরাপদে বাইরে নিয়ে আসেন। ইতিমধ্যেই গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। গ্রেফতার করা হয়েছে ৪ জনকে।

গোটা ঘটনায় অভিযোগের তীর উঠেছে তৃণমূলের দিকে। শালবনির তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতোর দাবি এ ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই। সবটাই রটনা।

West Bengal Election: ভগবানপুরে তৃণমূল ভোটারদের ভোট দিতে যাওয়ায় বাধা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা গেছে সুশান্ত ঘোষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কয়েকজন যুবক। ধাক্কা মারা হয় তাঁর গাড়িতে। তারপরই শুরু হয় ধস্তাধস্তি। সুশান্ত ঘোষকে ঘিরে ধরে চিৎকার করতে থাকে ওই বিক্ষোভকারীরা।বলতে থাকে খুনিকে কোনভাবে আমরা এলাকায় ঢুকতে দেবো না।

বাম নেতা সুশান্ত ঘোষ জানিয়েছেন, শনিবার সকালে ভোট কেমন হচ্ছে তা দেখতেই তিনি বিভিন্ন বুথে ঘুরতে থাকেন। সেখানেই দেখা যায় বসতে দেওয়া হয়নি সংযুক্ত মোর্চার এজেন্টদের। এরই প্রতিবাদ করেন সুশান্ত ঘোষ।

তাঁর আরও দাবি নির্বাচনের বেশ কয়েকদিন আগে থেকে এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত এবছর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে শুধু বুথ নয়, বুথের বাইরে সংশ্লিষ্ট বিধানসভা এলাকার যেকোনো ভোটার এজেন্ট হতে পারবেন। যদিও এর বিরোধিতা করেছে তৃণমূল।

সম্পর্কিত পোস্ট