WB Assembly Election 2021- ৩ জেলার ৪ বিধানসভায় প্রার্থী বদল তৃণমূলের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দলীয় কর্মীদের ক্ষোভ ও প্রার্থীর নিষ্ক্রিয়তার কারণে ৪ কেন্দ্রে প্রার্থী বদল করল তৃণমূল। এরমধ্যে রয়েছে নদিয়ার একটি কেন্দ্র, বীরভূমের একটি কেন্দ্র, উত্তর ২৪ পরগনার দুই কেন্দ্র।
প্রার্থী ঘোষণার দিন নদীয়ার কল্যাণী কেন্দ্রে প্রার্থী করা হয় রমেন বিশ্বাস কে তার বদলে দিন অনিরুদ্ধ বিশ্বাসকে প্রার্থী হিসাবে নাম ঘোষণা করল তৃণমূল। একই হবে বীরভূম জেলার দুবরাজপুরে প্রার্থী করা হয় অসীম ধীবরকে, সেই আসনে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলো দেবব্রত দাস।
একইভাবে উত্তর ২৪ পরগনা জেলা অশোকনগরের প্রার্থী ছিলেন ধীমান রায়। ষোলোর নির্বাচনে তিনি এই কেন্দ্র থেকে জয়ী হন। এ দিন তাঁর নাম বদল করে এই আসনে প্রার্থী করা হল নারায়ণ গোস্বামীকে।এই জেলার আমডাঙ্গা কেন্দ্রে আগে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল মোরতাজা হোসেনের।
তার বদলে এই কেন্দ্রের পুরনো প্রার্থী রফিকুর রহমানকে প্রার্থী করল দল। আসলে অশোকনগর এবং আমডাঙায় এই ২ কেন্দ্র নিয়ে সাধারন মানুষের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছিল। বিশেষ করে আমডাঙ্গা কেন্দ্রে রফিকুর রহমানকে প্রার্থী করার দাবিতে মানুষ পথেও নামে। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়।
মেট্রো ডেয়ারি মামলায় রাজ্যের দুই আধিকারিককে তলব ইডির
আর বাকি দুই প্রার্থীর ক্ষেত্রে প্রার্থী ঘোষণার পরও নিষ্ক্রিয় থাকার অভিযোগ উঠেছিল। এই অবস্থায় নয়া প্রার্থী ঘোষণা করে দল ভোটযুদ্ধে পুরোপুরি ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিল।
এদিন এই নিয়ে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রার্থী ঘোষণার আগেই জেলার তরফ থেকে তালিকা দেওয়া হয়েছিল।
সেইমতো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের বেছে নিয়েছেন। এরপর আবার তিনিই মনে করেছেন তাই বদল হয়েছে। এই বিষয় নিয়ে আমি কিছু বলতে পারব না যা বলার দলের সভাপতি সুব্রত বক্সীই বলবেন।