WB Assembly Election: পঞ্চম দফায় দেগঙ্গায় কেন্দ্রীয় বাহিনী গুলি চালানোর অভিযোগ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শীতলকুচির পর পঞ্চম দফার নির্বাচনেও গুলি চালানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। দেগঙ্গা বিধানসভার ২১ নম্বর বুথের বাইরে গুলি চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
লাঠিচার্জের পরে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ গ্রামবাসী এবং আইএসএফ কর্মীদের। অভিযোগ অস্বীকার কেন্দ্রীয় বাহিনীর।
আইএসএফের তরফে দাবী, জমায়েৎ হঠাতে গুলি চালানোর কথা বললেও বুথ থেকে অনেকটা দুরে ছিলেন তাঁদের কর্মীরা। লাঠিচার্জের পর গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। গুলির খোল নিয়ে চলে যাওয়া হয় বলে অভিযোগ তোলেন গ্রামবাসীরা।
ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন।
শীতলকুচির ঘটনায় চারজনের মৃত্যুকে ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়। এরপর থেকেই নড়েচড়ে বসে কমিশন। এবার পঞ্চম দফার নির্বাচনে দেগঙ্গায় গুলি চলার ঘটনায় রিপোর্ট তলব কমিশনের।
একইসঙ্গে এদিন দেগঙ্গা বিধানসভার কুমারপুর ৮১ নম্বর বুথ এলাকায় বুথ থেকে ২০০ মিটারের বাইরে তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে ভাঙচুর ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর দিকে।
তৃণমূল কংগ্রেসের দাবি বুথ অফিসে থেকে দশ থেকে বারো জন জন বসেছিল। ভোটারদের স্লিপ দেওয়ার কাজ করার সময় অতর্কিত হামলা বলে দাবি। এই ঘটনায় তৃণমূল কর্মীরা আহত এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।