WB Assembly Election: তৃণমূল প্রার্থী উদয়ন গুহর ওপর হামলা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহর ওপর হামলা। হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
অভিযোগ, এদিন সকাল থেকেই বুথে বুথে ঘুরছিলেন তিনি। একাধিক জায়গায় তৃণমূলের এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন তিনি। এই সময় বিজেপির লোকেরা তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ। তাঁকে মারধোর করা হয়েছে বলে অভিযোগ।
নির্বাচন কমিশনের দ্বরস্থ হয়েছেন তিনি। তাঁর অভিযোগ, সকাল থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। যদিও এবিষয়ে নির্বাচন কমিশনের তরফে কোনও উত্তর মেলেনি।