WB Corona Cases- কমেছে সংক্রমণ, বেড়েছে মৃত্যুহার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত ২৪ ঘণ্টায় কিছুটা হলেও কমলো করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবারের বুলেটিনে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৯ হাজার ৪২৮জন। বুধবার স্বাস্থ্য দপ্তরের তরফের প্রকাশিত বুলেটিনে সেই সংখ্যাটা আরো কমে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় করণা আক্রান্ত ১৯ হাজার ০০৬ জন। তবে বেড়েছে ২৪ ঘন্টায় মৃত্যুহার। গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ১৫৭ জন।
এখন পর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা ১১ লক্ষ ৯০ হাজার ৮৬৭ জন। মোট মৃতের সংখ্যা ১৩ হাজার ৭৩৩ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯ হাজার ১৫১ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৪৯১ জন।
তবে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা এবং কলকাতা। বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর 24 পরগনা জেলায় নতুন করে ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ৪১৭১ জন। মৃত্যু হয়েছে ৪৮ জনের।
বৃহস্পতিবার ফের শুনানি; আরও একদিন জেল হেফাজতেই চার হেভিওয়েট
কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৬১৮ জন। মৃত্যু হয়েছে ৩১ জনের। দৈনিক সংক্রমণে দক্ষিণ ২৪ পরগনা কে পিছনে ফেলে তৃতীয় স্থানে হুগলি। হুগলিতে করোনা আক্রান্তের সংখ্যা ১১৭২ জন।
দক্ষিণ ২৪ পরগনায় ১,১৬০, হাওড়ায় ৯৫৪, পূর্ব বর্ধমানে ৭২৩, পশ্চিম বর্ধমানে ৭৬১, পূর্ব মেদিনীপুরে ৮১২, পশ্চিম মেদিনীপুরে ৭১৩ ও দার্জিলিংয়ে ৬৭৬ জনের শরীরে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের নমুনা পাওয়া গিয়েছে।