WB Corona New Guidelines: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নয়া নির্দেশিকা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আবহে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিউটি নিয়ে নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। করোনা পরিস্থিতিতে বহু জায়গায় অস্থায়ী কোভিড হাসপাতাল ও পরিষেবা কেন্দ্র খোলা হয়েছে। তার ফলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাজের চাপ বেড়েছে আগের থেকে অনেকটাই।
এই পরিস্থিতিতে নিয়োগ করা হয়েছে বহু কর্মী। তাই তাদের স্বাস্থ্যের কথা বিবেচনা করেই ও অন্যান্য বিষয়গুলিকে মাথায় রেখেই তাদের শিফট দিনের বেলা ৮ ঘন্টা ও রাতে ৬-৭ ঘন্টার বেশি হওয়া উচিত নয় বলেই মনে করছে স্বাস্থ্য দফতর। এর মধ্যে এক ঘণ্টা থাকবে দায়িত্ব বদলের জন্য। পাশাপাশি সপ্তাহে ২-৩ দিন ছুটি নিশ্চিত করতে হবে বলেও নির্দেশিকা জারি করা হয়েছে।
সরকারি হাসপাতালগুলিতে রোগীর ভিড় সামাল দিতে ডাক্তারদের যে অতিরিক্ত চাপ নিতে হচ্ছে ইতিমধ্যে তার বিরোধিতা করেছে দিল্লি হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়েছে, ডাক্তারদেরও কাজের একটা নির্দিষ্ট সময় থাকা উচিত। সরকারি হাসপাতালে ডাক্তার-রোগীর নির্দিষ্ট অনুপাত থাকা উচিত বলেই মনে করে উচ্চ আদালত।
খুচরো দোকানের আওতাভুক্ত, মঙ্গলবার থেকে নির্দিষ্ট সময়ে খোলা থাকবে মদের দোকান
উল্লেখ্য, রাজ্য জুড়ে বিধিনিষেধ জারির পর আগের থেকে অনেকটাই কমেছে সংক্রমণ। রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজারের নীচে। ১৩১ জনের মৃত্যু হয়েছে। সেই তালিকায় রয়েছেন একজন চিকিৎসকও। দেশে পরপর ৪দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষের নীচে।
এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে বেশ কিছু ক্ষেত্রে বাড়ানো হয়েছে বিধিনিষেধের সময়। তবে নিয়ম শিথিল করা হয়েছে অনেক ক্ষেত্রেই।
করোনার সঙ্গেই চোখ রাঙাচ্ছে দোসর ব্ল্যাক ফাঙ্গাস। বাঁকুড়ায় ১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি পুরুলিয়া, দুই বর্ধমান, ঝাড়গ্রামের আরও ৪জনের মধ্যে আশঙ্কাজনক ৩ জন। প্রত্যেকেই করোনা আক্রান্ত বলে জানিয়েছে মেডিক্যাল কলেজ।
করোনার দ্বিতীয় ঢেউয়ে কোভিড-পরবর্তী অসুখ মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোমের দাপট। কলকাতার শিশু হাসপাতালে জোড়া মৃত্যু হয়েছে। ৪ জন শিশু আইসিইউতে চিকিৎসাধীন। জেনারেল ওয়ার্ডে ভর্তি আরও ২।