WB Election Results 2021 -রাজ্য জুড়ে সবুজ ঝড়, এগিয়ে শুভেন্দু, পিছিয়ে রাজীব
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল গণনার কাজ। 292 টি কেন্দ্রে চলছে ভোট গণনা। তবে সকাল থেকে যে ট্রেন্ড দেখা গিয়েছিল বেলা গড়াতেই বেশ কিছুটা বদলেছে।
রাজ্যের এক ঝাঁক মন্ত্রী এগিয়ে রয়েছেন নিজ নিজ কেন্দ্রে। এগিয়ে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত মুখোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিক,জাভেদ খান, শশী পাঁজা। হাড্ডাহাড্ডি লড়াই চলছে মলয় ঘটক এবং গৌতম দেবের মধ্যে।
এগিয়ে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, স্বপন দেবনাথ, সুজিত বসু ,তাপস রায়। এখন পর্যন্ত যে ফলাফল সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে পিছিয়ে রয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী রবীন্দ্রনাথ ঘোষ আসিস বন্দোপাধ্যায় চন্দ্রনাথ সিনহা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মমতা ঝড় বইছে। মূলত, স্বাস্থ্য সাথী কার্ড ও দুয়ারে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ভোটবাক্সে এফেক্ট ফেলল সেটা নিঃসন্দেহে স্পষ্ট।
একইসঙ্গে এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। যেভাবে বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতৃত্বের রোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে অনেকেই মনে করেছিলেন এবারে যদি বঙ্গে তৃণমূলের খারাপ ফলাফল হয় তার জন্য দায়ী থাকবেন একমাত্র অভিষেক।
কিন্তু বেলা গড়াতেই যে ছবি দেখা গেল তাতে স্পষ্ট আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ার গড়ে দিল 2021 এর বিধানসভা নির্বাচন।
নজর রয়েছে হাইভোল্টেজ নন্দীগ্রামে। অষ্টম রাউন্ড শেষে ফের এগিয়ে শুভেন্দু। অষ্টম রাউন্ডের শেষে শুভেন্দু অধিকারী ৯৭৯৮ ভোটে এগিয়ে।
ডোমজুড়েও পিছিয়ে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যয়।শেষ পর্যন্ত কোনপথে যাবে ডোমজুড় ও নন্দীগ্রামের ভাগ্য তা সময়ের অপেক্ষা।