জনপ্রিয়তায় পিছিয়ে নেই রাজীব বন্দ্যোপাধ্যায়, জেলায় জেলায় পোস্টার ‘আমরা রাজীবপন্থী’

দ্য কোয়ারি ওযেবডেস্কঃ শুভেন্দু অধিকারীর পোস্টার বিতর্কের মাঝেই জল্পনা উস্কে দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। জনপ্রিয়তা যে জেলায় জেলায় তাঁরও কম নেই, সেটা পরিস্কার হয়ে গিয়েছে গত কয়েকদিনের পোস্টার যুদ্ধে।

কলকাতা, ডোমজুড়, হাওড়া, বাঁকুড়া সহ একাধিক জায়গায় পড়ল রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টার। কোথাও লেখা সততার প্রতীক, কোথাও আবার লেখা ছাত্র-যুবর নয়নের মনি।

এই পোস্টার ঘিরেই ঝড় ওঠে রবিবাসরীয় রাজনৈতিক আড্ডার টেবিলে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, শুভেন্দু অধিকারীর পথেই কি তবে এবার হাঁটতে চলেছেন রাজ্যের আরও এক মন্ত্রী?

শনিবার টালিগঞ্জে এক অরাজনৈতিক মঞ্চ থেকে রাজীব বার্তা দিয়েছিলেন, “দলে স্তাবকদের গুরুত্ব বেশি। আমি ভালকে খারাপ, খারাপকে ভাল বলতে পারি না। তাই আমার নম্বর কম। মাঠে ঘাটে নেমে যাঁরা কাজ করেন তাঁরা দলে গুরুত্ব পান না। ঠান্ডা ঘরে বসে থাকা লোকেরা দলে প্রথম সারিতে। এটা খুব যন্ত্রণাদায়ক।”

এরপর রবিবার উত্তর কলকাতার শ্যামবাজার, শোভাবাজার মেট্রো চত্বর, উল্টোডাঙা, কাঁকুড়গাছি, ফুলবাগান, গিরিশ পার্ক এলাকা ছেয়ে গিয়েছে রাজীবের ‘সততার প্রতীক’ পোস্টারে।

রাজীবের মন্তব্য শুনে কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান ও মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘এত হতাশা কেন? একজন বলতে শুরু করলে, পর পর লাইন দিয়ে দল সম্পর্কে বলছেন। এত উদাস হওয়ার তো কোনও কারণ নেই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার ওপর রয়েছেন। সামনেই বিধানসভা নির্বাচন। ঐক্যবদ্ধভাবে সকলকে কাজে নামতে হবে।’

ফিরহাদ আরও বলেন, “রাজীব তো ভাল ছেলে। যোগ্য মন্ত্রী। আমাদের একমাত্র লক্ষ্য এখন, বিজেপি–কে বাংলায় ঢুকতে না দেওয়া।”

ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পরই রাজনীতিতে শুরু হয়েছে জলঘোলা। রাজনৈতিক দলের অনেকেই সমর্থন জানিয়েছেন রাজীবের মন্তব্যে। তাদের যুক্তি, যারা দলের ভাল চায়, তারাই দলের ভুল-ত্রুটি নিয়ে বলবেন এটাই স্বাভাবিক। সেই মন্তব্যে অনেকেই যে সহমত হবেনা না তা পরিস্কার।

উল্লেখ, রাজীবের একটা স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। চেহারায় তারুণ্যের ছাপ। কথাবার্তা সংহত, সংযত। উচ্চ শিক্ষিত। ইয়ং ব্রিগেডের কাছে শুভেন্দু অধিকারীর মতোই তাঁর গ্রহণযোগ্যতা।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/home-minister-amit-shah-called-the-farmers-leadership-for-a-meeting-in-the-middle-of-the-bandh/

গত ভোটে রাজ্যের যে বিধানসভা আসনটায় তৃণমূল সবথেকে বেশি ভোট পেয়েছিল, সেটা রাজীবের ডোমজুড়। এমনকি উপনির্বাচনে তাঁর নেতৃত্বে অভুতপূর্ব জয়। মানুষের সমর্থন থাকায় সব সময় স্পষ্ট বক্তা তিনি।

কিন্তু এ দিনের কলকাতায় তাঁর ছবি ও পোস্টার নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। যদিও  রাজীব বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, তিনি দল ছাড়ছেন না। দল ছাড়ার অভিপ্রায় তাঁর নেই।

সম্পর্কিত পোস্ট