মন্ত্রীকন্যা অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্তের পাশাপাশি বেতন ফেরতের নির্দেশ, নজির বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এসএসসি কাণ্ডে একের পর এক নজিরবিহীন রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দুর্নীতির বিরুদ্ধে শাস্তির দৃষ্টান্ত স্থাপন করছে।  শুক্রবারে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্তের।  বিচারপতি তিনি আরো জানিয়েছেন  বেতনের টাকা ও দুটি কিস্তির মাধ্যমে ফিরিয়ে দিতে হবে।

২০১৭ সালের নভেম্বরে এসএসসি পরীক্ষার দ্বিতীয় মেধাতালিকায় অঙ্কিতার বিরুদ্ধে বাবার প্রভাব খাটিয়ে অবৈধভাবে শিক্ষকতার চাকরি অভিযোগ ওঠে।  অভিযোগ দায়ের করেছিলেন ববিতা বর্মন নামে এক পরীক্ষার্থী।  সম্প্রতি এই ঘটনার কথা হাইকোর্টের কাছে জানিয়েছিলেন এসএসসির ইস্তফা দেওয়া চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।  তারপর করা হয় শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে।

DA : ব্যাকফুটে রাজ্য , স্যাটের নির্দেশ বহাল রেখে ৩ মাসের মধ্যে বকেয়া মেটানোর নির্দেশ আদালতের

শুক্রবার আদালত নির্দেশ দিয়েছে অঙ্কিতাকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। শুধু তাই নয় তিনি নিজেকে শিক্ষক হিসেবে আর পরিচয় দিতে পারবেন না। এমনকি ওই স্কুলে তিনি আর ঢুকতে পারবেন না।  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রায় ৪১ মাসের বেতন দুটি কিস্তির মাধ্যমে ফেরত দিতে হবে অঙ্কিতাকে। প্রথম কিস্তি দিতে হবে ৭ জুন। দ্বিতীয় কিস্তির তারিখ ৭ জুলাই।

সম্পর্কিত পোস্ট