WBSEDCL : ইংরেজির পাশাপাশি এবার বাংলা ভাষাতেও বিদ্যুতের বিল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ইংরেজির পাশাপাশি এবার বাংলা ভাষাতেও বিদ্যুতের বিল পাবেন এ রাজ্যের গ্রাহকেরা। বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগম (WBSEDCL)। জানা যাচ্ছে, গ্রাহকরা এরপর থেকে ত্রৈমাসিকের মোবাইল স্পট বিলিংয়ের ক্ষেত্রে নিজেদের ইচ্ছামতো ভাষা বেছে নেওয়ার সুযোগ পাবেন। সেখানে থাকবে বাংলা ভাষার অপশনও।
এছাড়া স্পট মিটার রিডিংয়ের পর গ্রাহকদের পছন্দের ভাষাতেই বিল প্রিন্ট করা হবে। সেখানেও ইংরাজির পাশাপাশি থাকবে বাংলার অপশন। ইতিমধ্যেই এই গোটা বিষয়টি সরকারিভাবে জানানো হয়েছে WBSEDCL-এর পক্ষ থেকে। এই বিষয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নিগমের তরফে।
তবে আপাতত এই সুবিধা কেবলমাত্র অনলাইনে যারা বিল প্রিন্ট করবেন তারাই পাবেন। অফলাইনে বিল প্রিন্টের ক্ষেত্রে এখনও ইংরজি ভাষাই ব্যবহার করা হবে বলে বলে জানানো হয়েছে WBSEDCL-এর পক্ষ থেকে।
এই বিষয়ে WBSEDCL-এর শীর্ষ অধিকর্তা জানিয়েছেন, ‘অফলাইন বিলের ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করা হবে কিনা সেই নিয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারব।’
লালবাড়ি দখলে হ্যাটট্রিক, মা-মাটি-মানুষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন মমতার
তবে অফলাইনে চালু না হলেও ত্রৈমাসিক স্পট বিলিংয়ে যে ঐচ্ছিক ভাষা হিসাবে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে তাতেই খুশি বাংলা পক্ষ। বাংলা ভাষাকে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত দীর্ঘদিন ধরেই সরব এই সংগঠন। তাদের দাবি বাংলার এমন অনেক মানুষজন রয়েছেন যারা ঠিকমতো ইংরাজি লিখতে এবং পড়তে পারেন না। সেক্ষেত্রে এই ধরণের নিত্য প্রয়োজনীয় জিনিসে বাংলা ভাষা স্থান না পাওয়ায় বহু মানুষকে অসুবিধার মুখে পড়তে হয়।
তাদের দাবি, অনলাইনের পাশাপাশি অন স্পটের ক্ষেত্রেও বাংলা ভাষার ব্যবহার শুরু হোক। একইসঙ্গে রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমে একাধিক ভিনরাজ্যের বাসিন্দা চাকরিরত হওয়ায় এ রাজ্যের ছেলেমেয়রা বঞ্চিত হচ্ছে বলেও সরব হয় বাংলা পক্ষ।