করোনাকে হারিয়ে দেশকে জেতাতেই হবেঃঅতনু প্রসাদ মিত্র
রাহুল গুপ্ত
কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ড। যে ওয়ার্ডের দারিদ্র শ্রেণীর বসবাস যেমন আছে তেমনিই আছে উচ্চ্যবিত্তের বাসও। এই ওয়ার্ডের ঘনজনবসতি অঞ্চলের মধ্যে পরে পেয়ারাবাগান অঞ্চল। এইখানেই হয়ে গেলো সাফাই অভিযান।
চলল ঘরে ঘরে গিয়ে ব্লিচিং পাউডার ও স্যানিটাইজার স্প্রে করার প্রক্রিয়া।উপস্থিত থাকলেন ওই ওয়ার্ডের তৃণমূল যুব নেতা ভরত জানা , দক্ষিণ কলকাতা তৃণমূলের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু প্রসাদ মিত্র ওরফে ডিউক।
সামাজিক দূরত্ব মেনেই করা হয় এই কর্মসূচি। দেশ বা রাজ্য জুড়ে লকডাউনের মাঝেই পেয়ারাবাগানের মানুষ লক ডাউন মানলেও বারবার কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হচ্ছেন। এই পরিস্থিতিতে মাস্ক ব্যবহার করতে হবে। এদিন সেই বার্তা দিলেন অতনু প্রাসাদ মিত্র।
আরও পড়ুনঃ#CoronaVirus পরীক্ষা ছাড়াই পরের ক্লাসে প্রবেশ
সঙ্গে নিজে হাতে ব্লিচিং পাউডার দিলেন পেয়ারাবাগানের ঘনা জনবসতি অঞ্চলে। প্রত্যেক সহ নাগরিককে এদিন বারবার বোঝান ভরত জানা ও অতনু প্রসাদ মিত্র যে তারা যেন বাড়ির ময়লা বাড়িতেই রাখেন ও একান্ত দরকার না হলে তারা যেন বাড়ির বাইরে না বেরোন।
অতনুপ্রসাদ মিত্র বলেন – ” করোনাকে হারাতে হবে , দেশকে জেতাতেই হবে।আমাদের দেশ কখনোই করোনার করাল গ্রাসে পড়বে না। কিন্তু আপনারা প্রতিদিনের নোংরা প্রতিদিন গাড়িতে ফেলবেন।”
ভরত বলেন যে মানুষকে সচেতন হতেই হবে। ঘরবন্দি থেকেই এই কঠিন ভাইরাসকে আমরা মারতে পারবো।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় তৃণমূল যুব কংগ্রেসের তরফে যে সাফাই অভিযানের আয়োজন করা হয়েছিল তার ব্যাপ্তি বাড়লো বৈকি।