পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান করব আমরাইঃ মমতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে মঙ্গলবার জলপাইগুড়ির এবিপিসি ময়দানে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘ সময় ধরে অন্তর্ধানে থাকার পর কিছুমাস আগে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হন বিমন গুরুং। সেবার গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগাদানের কথা জানান গোর্খা জনমুক্তি মোর্চার তাবড় নেতা। তারপর পাহাড়ে ফিরে একের পর এক জনসভা করছেন তিনি। ধীরে ধীরে বদলাতে শুরু করেছে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ এদিন মুখ্যমন্ত্রীর কথাতেও শোনা গেল তারই প্রসঙ্গ।
এদিন বিজেপিকে কটাক্ষ করে জলপাইগুড়ির জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, বিমলদের ৬ বছর ধরে বলেছিল গোর্খাল্যান্ড দেবে। আজও অবধি দিতে পারেনি। আমি গোর্খাল্যান্ডের দেওয়ার কথা ঘোষণা করিনি। আমি পারিনি। এখন বিজেপির নাটক বুঝতে পেরেছে । আমি ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান করব আমরাই দাবী তৃণমূল সুপ্রিমোর।
আরও পড়ুনঃ হলদীয়ার অরাজনৈতিক সভামঞ্চ থেকে জোড়ালো সুর শুভেন্দু অধিকারীর
লোকসভায় উত্তরবঙ্গ থেকে একটিও আসন পায়নি তৃণমূল। তাই বিধানসভায় উত্তরবঙ্গ থেকে তৃণমূলকে জেতানোর দাবীতে সাধারণ মানুষের কাছে আশীর্বাদ চেয়ে নেন তিনি। বাংলাকে গুজরাত হতে দেব না, সাফ বার্তা মমতার।
এদিন আরও একবার এনআরসি ইস্যুতে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা। সেইসঙ্গে বললেন বাংলায় হিন্দু নয়, হিংসা এবং কুৎসা ধর্ম তৈরি করছে বিজেপি । একটি জাতীর সঙ্গে অন্য জাতির বিভেদ তৈরি করছে বিজেপি। বিজেপিকে ডাকাত বলে আক্রমণ কলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, রাজ্যসরকারের অধীনে কর্মরত পুলিশকে ডেকে পাঠানো হচ্ছে। ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে গুন্ডাদের উপস্থিতি ছিল বলে দাবী করেন তিনি। যারা ভয় পাচ্ছে তাঁরা বন্দুক-বোমা নিয়ে মিছিল করছে দাবী মুখ্যমন্ত্রীর।
গত কয়েকপ দফার নির্বাচনে বিজেপি উত্তরবঙ্গকে তাঁদের দেওয়া প্রতিশ্রুতি একটিও রাখতে পারেনি বলে দাবী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, উত্তরবঙ্গে ৭ টি চা বাগান খুলে দেওয়ার কথা বলেছিল বিজেপি। কিন্তু একটিও রাখতে প্রেনি। বছরে ২ কোটি চাকরী এবং ১৫ লক্ষ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার প্রতিশ্রুতি পালন করতে পারেনি। এখন বলছে চাকরী দেবে। প্রতিশ্রুতির নামে ভাওতা এবং প্রতারণা চলছে রাজ্যজুড়ে।
উনিশের নির্বাচনে বাংলা থেকে ১৮ টি আসন পেয়েছে বিজেপি। উত্তরবঙ্গে বয়েছে গেরুয়া ঝড়। দলের মূল্যায়নে নেমে উঠে আসে দলীয় কোন্দলের অভিযোগ। মালদহ থেকে কোচবিহার সমগ্র অংশজুড়েই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফায়দা তোলে বিজেপি। এদিন সভামঞ্চ থেকে দলীয় নেতৃত্বদেরও বার্তা দিলেন মমতা। বললেন, সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের মূল প্রতিপক্ষ বিজেপিকে পরাস্ত করতে যুব এবং মাদারের একসঙ্গে কাজ জরুরী বলে দাবী করেছেন তিনি।