মঙ্গলবার থেকে কলকাতায় বৃষ্টি কমলেও ফের রবিবার নিম্নচাপের ভ্রুকুটি
দ্য কোয়ারি ওয়েবডেস্ক : এখনই বৃষ্টি কমার কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । সোমবার কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়ায় জারি করা হয়েছে কমলা সর্তকতা।
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। যার জেরে এই এলাকাগুলিতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন এ ঘূর্ণাবর্ত ধীরে ধীরে পশ্চিম দিকে যাবে। মঙ্গলবার থেকে কলকাতা সহ পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমলেও পশ্চিমের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি।
কলকাতা লাগোয়া জেলাগুলিতে দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। আগামী রবিবার দক্ষিণবঙ্গের উপকূলে আরো একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। যার জেরে ফের বর্ষণ হতে পারে কলকাতাসহ জেলাগুলিতে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার বঙ্গোপসাগরে মায়ানমার উপকূলের সৃষ্টি হবে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে যা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। রবিবার পুরি থেকে গঙ্গাসাগরের মধ্যে যেকোনো একটি জায়গা দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে সেটি।
নিম্নচাপ ওড়িশা দিয়ে ভূভাগে প্রবেশ করলে প্রবল বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়।
এক নিম্নচাপ কাটতে না কাটতেই আরও একটি নিম্নচাপের খবরে প্রমাদ গুনছে উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। নাজেহাল বৃষ্টিতে পরিস্থিতি জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদেরা।