রাতভর বৃষ্টিতে জল যন্ত্রণা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ

দ্য কোয়ারি ওয়েবডেস্ক : আজ দিনভর চলবে বৃষ্টি। দফায় দফায় ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত।

পাশাপাশি দক্ষিণবঙ্গ সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তার জেরে আজ সারা দিন বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কয়েকটি জেলায়। বাইপাস-মুকুন্দপুর রাস্তায় জল থইথই, হাসপাতালে পৌঁছতে দুর্ভোগে পড়তে হচ্ছে অ্যাম্বুলেন্স ও রোগীর পরিবারকে।

রাত থেকেই কলকাতায় তুমুল বৃষ্টি। জল থইথই শহর। কলকাতার অন্তত ৮টি জায়গায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। গাছ ভেঙে যানজট টালিগঞ্জে। বাড়ি ভেঙেছে বাগুইআটিতে। কার্যত বানভাসি শহর। জল থইথই শহরে ধীরগতিতে ট্রাফিক। কোথাও বিকল গাড়িও।

টানা বৃষ্টির জের, জলমগ্ন হাওড়ার ৩০টি ওয়ার্ড। ৭৬টি পাম্পিং স্টেশনের সাহায্যে জমা জল সরানোর চেষ্টা শুরু কলকাতা পুরসভার।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী ২-৩দিন রাজ্যে বাড়বে বৃষ্টি। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা।

পশ্চিম মেদিনীপুরের বেশকিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।

সম্পর্কিত পোস্ট