পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, উপকূলবর্তী এলাকায় জারি সতর্কতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গতরাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগণায় রাত থেকেই প্রবল বর্ষণ চলছে।উপকূল এলাকায় দমকা বাতাসের সঙ্গে চলছে দফায় দফায় বৃষ্টি।
অন্যদিকে পূর্ব মেদিনীপুরের দীঘার সমুদ্র উপকূলে, ঘূর্ণিঝড় ইয়াসের পর ফের সমুদ্রে জলোচ্ছ্বাসের আশঙ্কায় প্রশাসনের তরফে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে। তৈরি রাখা হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। উপকূলবর্তী এলাকায় জারি সতর্কতা। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিজেপিতে ভাঙন অব্যাহত, ভুল শুধরে ফের তৃণমূলে ফিরলেন গোসাবার বরুন প্রামানিক
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৫০ কিমি বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ ৩০-৪০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, ওই দুই পরগনা এবং হাওড়া জেলায়।
ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়৷
মঙ্গলবারও আংশিক মেঘলা আকাশ থাকবে৷ রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও৷ তবে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে৷ বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে আবহাওয়াবিদদের ধারণা। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।