বৃষ্টি হতে পারে পুজোতেও, আশঙ্কা আবহবিদদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  ‘গুলাব’ এর রেশ কাটতে না কাটতেই উত্তর আরব সাগরে উত্‍পত্তি হয়েছে ‘শাহিন’। এর প্রভাবে আগামী ৩ দিন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ঘূর্ণিঝড় শাহিনের আগে সর্তকতা জারি করা হয়েছে কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট, সিকিম, বিহার, পশ্চিমবঙ্গে।

অন্যদিকে নিম্নচাপের ভ্রুকুটি থেকে রেহাই মিলতে না মিলতেই ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Rainfall) সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর । শনিবার সকালেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি আসতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলায়।

আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপ পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে বিহার ও ঝাড়খন্ডের উপর অবস্থান করছে। আজ শহরের আকাশ মেঘলা থাকবে।

হাওয়া অফিস সূত্রের খবর, পূর্ব বর্ধমান জেলায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদেও ফের বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আজ ভারী বৃষ্টির কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস৷ এদিন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সতর্কতা জারি হয়েছে৷

নয়া রাজ্য সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানে অনুপস্থিত লকেট, বাড়ছে তৃণমূল যোগের সম্ভাবনা

অন্যদিকে কলকাতায় ভারী বৃষ্টির আশঙ্কা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে বৃষ্টি বিরাম নিলেও, এখনও জলমগ্ন (Waterlogged) শহর কলকাতা থেকে শুরু গ্রাম বাংলার বহু এলাকা।

আবহাওয়াবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন এবার পুজোতে বৃষ্টি হতে পারে। নিম্নচাপের ফলে মাটি হতে পারে শারদ উত্‍সবের শেষের দিনগুলি। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্বাভাবিকের তুলনায় ১৫% বেশি বৃষ্টি হয়েছে এই বছর।

জানা গেছে সেপ্টেম্বর মাসে কলকাতায় স্বাভাবিকের তুলনায় ৩১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। কম বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট