আজও বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দুই ২৪ পরগণায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার দুপুরে কলকাতায় প্রবল বৃষ্টি। রাত পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে শহর। তাতেই জলমগ্ন শহর কলকাতায়। রাত পেরিয়ে গেলেও এখনো অনেক জায়গাতেই জল যন্ত্রণার শিকার আমজনতা। ডায়মন্ড হারবার রোড সহ শহরের একাধিক জায়গায় জমে রয়েছে জল।

বুধবার দুপুরে ঘনিয়ে এসেছিল আঁধার। তারপরেই বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হওয়া। কয়েক ঘণ্টার লাগাতার বৃষ্টিতে জলমগ্ন গোটা শহর কলকাতা। তাতে অবশ্য তাপমাত্রার খুব একটা হেরফের হয়নি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যদিও তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর।

Modi Cabinet Expansion 2021: সমবায় মন্ত্রী অমিত শাহ, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী- জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দফতর বণ্টনেও চমক

আষাঢ় মাস শেষ হতে আর বেশী দেরী নেই। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি এখনি বিদায় নিচ্ছে না। কলকাতা, দুই ২৪ পরগণা সহ দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন উত্তর প্রদেশ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হয়েছে। উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। নিম্নচাপ অক্ষরেখা বিহার- ঝাড়খন্ড- অন্ধপ্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। যার জেরে ঢুকছে জলীয়বাষ্প।

এরাজ্যে উত্তরবঙ্গের সপ্তাহভর বৃষ্টি চলবে। একথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার তার ব্যতিক্রম হবে না। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত পোস্ট