মঙ্গলবার বিকেল পর্যন্ত চলবে বৃষ্টির দাপট

দ্য কোয়ারি ডেস্ক: নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ছত্রিশগড় লাগোয়া ওড়িশার দিকে অগ্রসর হয়েছে। নিম্নচাপের শক্তিক্ষয় না হওয়াতেই আবহাওয়ার উন্নতির সম্ভব হয়নি।

আবহবিদরা জানাচ্ছেন উপকূলবর্তী জেলাগুলিতে বইতে পারে ঝড়ো হাওয়া। মৎস্যজীবীদের মঙ্গলবারও সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন মঙ্গলবার বিকেল পর্যন্ত মিষ্টির দাপট চলবে আগামী ২৪ ঘণ্টায় জেলাগুলিতে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে বর্ষা মানে জুন থেকে সেপ্টেম্বর মাস । ফলে ভাদ্র মাসের এই বৃষ্টির মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। ওড়িশা হয়ে নিম্নচাপ ঢুকেছে রাজ্যে। তাই প্রবল বৃষ্টি হচ্ছে একাধিক এলাকায়।

পুরী, কটক, ভুবনেশ্বর কার্যত বানভাসি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও চলছে বৃষ্টি।

সম্পর্কিত পোস্ট