উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে টানা বর্ষণ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মৌসুমী অক্ষরেখার এবং ঘূর্ণাবর্ত এই জোড়া ফলায় বৃষ্টি হয়েছে গত সপ্তাহে বাংলায়।তবে বর্তমানে মৌসুমী অক্ষরেখার পুরুলিয়া হয়ে বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তরে এগোচ্ছে।
আবহাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে সোম এবং মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। হঠাত্ দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। জল এখনও নামেনি বিভিন্ন জেলায়। মানুষের দুর্ভোগ চলছেই।
ত্রিপুরায় হামলার প্রতিবাদ,সংসদে গান্ধী মূর্তির নিচে ধর্নায় TMC
দক্ষিণবঙ্গের কলকাতার পাশাপাশি হুগলি, ২ মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, নদিয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
টানা বৃষ্টিতে নদীগুলির জলস্তর বেড়েছে। সোমবার থেকে আকাশ পরিষ্কার হলেও দুর্যোগ একেবারে পিছু ছাড়ছে না বলেই জানালো হাওয়া অফিস।
আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ থাকবে। সর্বনিম্ন আদ্রতার পরিমাণ ৮৪ শতাংশ।