দশমীতে উমা বিদায়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে
দ্য কোয়ারি ওয়েবডেস্ক : অষ্টমী থেকেই বৃষ্টির ছোঁয়া দক্ষিণবঙ্গে। এবার দশমীতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
ফলে প্রতিমা নিরঞ্জনের সময় ভোগান্তি পোহাতে হতে পারে সাধারণ মানুষকে। এর পাশাপাশি, পুজোর পর কিছু জেলায় দুর্যোগের আশঙ্কা থাকছে। দ্বাদশীতে চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে, দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়ায় বজ্রপাতসহ হালকা বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও মোটামুটি পরিষ্কার থাকবে উত্তরবঙ্গের আকাশ। আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।
ফলে দশমীর দিনে দুই দিনাজপুর, মালদা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।