বড়দিনের আগেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ডিসেম্বরের মাঝামাঝি শুরু হয়েছে পারদ পতন। আবহবিদেরা বলছেন প্রতিদিনই তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী হবে। সকাল হলেই ঘন কুয়াশায় ছেয়ে যাচ্ছে চারিদিক। আবহবিদদের পূর্বাভাস আগামী দুই থেকে তিন দিন উত্তরে হাওয়া ভেলকিতে তাপমাত্রা ১৪ ডিগ্রির নিচে নামবে।
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী ৫ দিন বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সবদিকেই বাধাহীনভাবে উত্তরে হাওয়া প্রবেশ করছে।
উত্তরবঙ্গে ও আসানসোলে তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি, দার্জিলিঙে ৫.৩ ডিগ্রি, কালিম্পঙে ১০ ডিগ্রি, কৃষ্ণনগরে ১৩ ডিগ্রি, পুরুলিয়াতে ১১.৭ ডিগ্রি ও শিলিগুড়িতে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
বড়দিন ও ইংরেজি বর্ষবরণ উৎসবে নাইট কার্ফুতে ছাড়, বিজ্ঞপ্তি নবান্নের
বৃষ্টিপাতের ভ্রূকুটিতে প্রথমে উত্তরে হবার প্রবেশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ালেও এখন সেই বাধা আর নেই। প্রথমেই তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমেছে। এরপর যতদিন গড়াবে তত তাপমাত্রা নামবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। আগেই জানানো হয়েছিল এবছরের জাঁকিয়ে শীত পড়তে চলেছে। বড়দিনের আগেই রাজ্যজুড়ে কনকনে ঠাণ্ডা পড়বে তা স্পষ্ট করে দিয়েছেন আবহাওয়াবিদরা।