ঘূর্ণাবর্তের জের, কলকাতা সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি চলবে আজও

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ঘূর্ণাবর্তের জেরে সোমবার থেকেই আকাশের মুখ ছিল ভার। ওই দিন বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়।

মঙ্গলবারও সেই ছবি বদলাল না। এদিন সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হয় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। সঙ্গে ছিল দমকা হাওয়াও। কাল ও পরিস্থিতি একইরকম থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

বাংলাদেশ লাগোয়া এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর তার জেরেই আবহাওয়ার এই বদল। গ্রীষ্মের শুরু থেকে তাপমাত্রার পারদ ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপর উঠতে শুরু করেছিল। কিন্তু ঘূর্ণাবর্ত তাতে লাগাম পরিয়েছে।

করোনা আবহে খুশির বার্তা, দ্রুত গ্রিন জোনে যাবে জলপাইগুড়ি-কালিম্পং, জানালেন মুখ্যসচিব

সোমবার থেকে বৃষ্টিতে খানিকটা নেমেছে তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। এ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।

ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার সকালে উত্তর দিনাজপুর ও সুন্দরবন এলাকায় ঝড়বৃষ্টি হয়। একই পরিস্থিতি দেখা দেয় কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতেও। বুধবারও এই পরিস্থিতি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

সম্পর্কিত পোস্ট