তুমুল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ শহরতলী, মাথায় হাত চাষীদের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে ব্যাপক ঝড় বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বৈঠক। তুমুল বৃষ্টিতে থৈথৈ কলকাতা শহরতলি।
হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, পূর্ব বর্ধমান ,পশ্চিম বর্ধমানে সকাল থেকে আকাশের মুখ ছিল ভার। দুপুরের আগেই কালো মেঘ ঘনিয়ে আসে ঝড়-বৃষ্টি। একদিকে প্রবল বৃষ্টিতে কিছুটা হলেও গরমের দাবদাহের হাত থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শহরবাসী।
অন্যদিকে, ফলনে ব্যাপক ক্ষতি হবে বলে মাথায় হাত পড়েছে চাষীদের। সাধারণত এই সময় বোরো ধান কাটার কাজ চলে। তুমুল বৃষ্টিতে ধান কাটার মেশিন নামানো যাবে না জমিতে। অন্যদিকে কেটে রাখা ধানো ভিজে গেছে বৃষ্টিতে।
গোয়া হাসপাতালে ২৬ জন কোভিড রোগীর মৃত্যু, হাইকোর্টের তদন্ত চাইলেন স্বাস্থ্যমন্ত্রী
লাগাতার বৃষ্টিতে জলমগ্ন কলকাতার একাধিক জায়গা। উল্টোডাঙ্গা ব্রিজের তলায় জল জমে গোটা বাস ডুবে গিয়েছে। জল জমেছে হাওড়ার বিস্তীর্ণ অংশে।
আলিপুর আবহাওয়া দপ্তরের খবর আগামী 48 ঘন্টা মুষলধারে বৃষ্টি চলবে। একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে দক্ষিণবঙ্গের ওপর। পশ্চিম রাজস্থান থেকে আসাম হয়ে উত্তরপ্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর দিয়ে পূর্বদিকে গেছে এই রেখা।
যার কারণে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা এবং বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া সূত্রে খবর 13 ই মে থেকে বৃষ্টির পরিমাণ কমবে 14 তারিখ সকাল থেকেই পরিষ্কার হবে আকাশ।