সংক্রান্তি পার হতেই ক্রমশ উধাও হচ্ছে শীত

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মকর সংক্রান্তি পার হতেই ক্রমশ বাড়ছে তাপমাত্রা। শীত বিদায় নেওয়ার পালা এবার। বেল বাড়তেই উধাও হিমেল বাতাস। যদিও সকাল এবং সন্ধ্যার দিকে হালকা শীতের আমেজ এখনও রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার অবধি উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশপাশি ওই দিনেই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বাঁকুড়া, বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে আংশিক বৃষ্টিপাতের পুর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

আরও পড়ুনঃ শেষ হয়েও হইল না শেষ, কাউন্টডাউন শুরু ষষ্ঠ খাদি মেলার

শীত বিদায় নিলেও নদিয়া, হাওড়া, হুগলী সহ দক্ষিনবঙ্গের কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে । রবিবার অবধি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সাফ জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।

মুলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা।  ক্রমশ কমছে তাপমাত্রা। সেইসঙ্গে পুবালী হাওয়ার প্রভাবে কুয়াশায় ঢেকে থাকবে দক্ষিণবঙ্গ।

শুক্রবার শহর কলকাতা এবং তার আশেপাশের এলাকাগুলিতে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। এদিন সকালে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ।

সম্পর্কিত পোস্ট