চিকিৎসায় ভালই সাড়া দিচ্ছেন লতা মঙ্গেশকর।ভেন্টিলেশনে নেই তিনি।
প্রতীত সামদানী ও তার টিমের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার।
ভেন্টিলেশন বন্ধ করে দিলেও হাসপাতালের আইসিইউ-তে রাখা হবে গায়িকাকে। সেখানেই চলবে চিকিৎসা।
মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার সতর্কতামূলক নজরদারি চালাচ্ছেন।
গোটা দেশের অনুরাগীদের প্রার্থনা সেরে উঠুন কোকিলকন্ঠী